বগুড়ায় ছুরিকাঘাতে যুবক খুন

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক বগুড়া
প্রকাশিত: ০৮:০০ এএম, ১৪ এপ্রিল ২০২১

বগুড়ায় সফিউল ইসলাম পিপলু (৩৫) নামে এক যুবককে খুন করেছে দুর্বৃত্তরা। মঙ্গলবার রাত পৌনে ১২টার দিকে শহরের মাটিডালী এলাকায় এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটে।

নিহত পিপলু মাটিডালী উত্তরপাড়ার মৃত আইনুল কাজীর ছেলে। তিনি রাজাবাজারে দোকানে কাজ করতেন।

খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছেন সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার ফয়সাল মাহমুদ এবং সদর থানার ওসি সেলিম রেজা।

সদর থানার ওসি সেলিম রেজা জানান, নিহতের চোখ, গাল এবং বুকের বাম পাশে ছুরিকাঘাত করা হয়েছে। তবে আঘাতের ধরণ দেখে মনে হচ্ছে, পূর্ব পরিকল্পিতভাবে কে বা কারা এই হত্যাকাণ্ড ঘটিয়েছে।

তিনি আরও জানান, পুলিশের একাধিক টিম ইতোমধ্যে কাজ শুরু করে দিয়েছে।

এফএ/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।