কোরআন তেলাওয়াত বাজিয়ে বাজার পরিদর্শনে কাদের মির্জা

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি নোয়াখালী
প্রকাশিত: ০২:১৪ পিএম, ১৪ এপ্রিল ২০২১

করোনা সংক্রমণ প্রতিরোধে টানা ৮ দিনের লকডাউনের প্রথম দিনে বাজার পরিদর্শনে বেরিয়েছেন সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরের ছোট ভাই বসুরহাট পৌরসভার মেয়র আবদুল কাদের মির্জা।

বুধবার (১৪ এপ্রিল) সকালে সাড়ে ১০টা থেকে ঘণ্টাব্যাপী গাড়িতে কোরআন তেলাওয়াত বাজিয়ে রমজানের পবিত্রতা রক্ষায় এবং করোনা প্রতিরোধে জনগণকে সচেতন করেন তিনি।

এর আগে, গতকাল সকালে বসুরহাট বাজার পরিদর্শন শেষে রমজানের পবিত্রতা রক্ষায় নিজের কঠোর মনোভাব ব্যক্ত করেন। একই দ্রব্যমূল্যোর দাম স্থিতিশীল রাখতেও ব্যবসায়ীদের আহ্বান জানান তিনি।

উল্লেখ্য, গত ৪ মাস নানা মন্তব্য করে আলোচনায় আসেন বসুরহাট পৌরসভার মেয়র আবদুল কাদের মির্জা। গত ৩১ মার্চ নিজের ফেসবুক অ্যাকাউন্ট থেকে লাইভে এসে আওয়ামী লীগ থেকে পদত্যাগের ঘোষণা দেন।

এফএ/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।