আম পাড়া নিয়ে শিশুদের ঝগড়া, প্রাণ গেল যুবকের

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি কিশোরগঞ্জ
প্রকাশিত: ০৫:১৬ পিএম, ১৭ এপ্রিল ২০২১
ফাইল ছবি

কিশোরগঞ্জের কুলিয়ারচরে আম পাড়া নিয়ে দুই দলের সংঘর্ষে লিটন মিয়া (৪০) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। আহত হয়েছে আরও ১০ জন।

শনিবার (১৭ এপ্রিল) সকালে কুলিয়ারচর উপজেলার ছয়সূতি ইউনিয়নের মধ্য লালপুর গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত লিটন মধ্য লালপুর গ্রামের আব্বাছ আলীর ছেলে।

স্থানীয়রা জানান, শুক্রবার বিকালে কাঁচা আম পাড়াকে কেন্দ্র করে এলাকার কাঞ্জি বাড়ি ও উমরা বাড়ির শিশুদের মধ্যে ঝগড়া হয়।

এনিয়ে রাতেই উভয়পক্ষের লোকজন সালিশে বসেন। কিন্তু মীমাংসা ছাড়াই সালিশ শেষ হয়।

শনিবার (১৭ এপ্রিল) সকালে উমরা বাড়ির মিশ্রি মিয়ার লোকজন কাঞ্জি বাড়িতে হামলা চালায়। এসময় উভয়পক্ষ দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে।

সংঘর্ষে ধারালো অস্ত্রের আঘাতে গুরুতর আহত কাঞ্জি বাড়ীর লিটন মিয়া ঘটনাস্থলেই মারা যান।

কুলিয়ারচর থানার পরিদর্শক (তদন্ত) মো. মিজানুর রহমান জানান, তুচ্ছ বিষয়কে কেন্দ্র করে সংঘর্ষে হতাহতের ঘটনা ঘটে। এ ব্যাপারে মামলার প্রস্তুতি চলছে।

নূর মোহাম্মদ/এএইচ/এমকেএইচ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।