কুড়িগ্রামে আগুনে ৬ দোকান পুড়ে ৩০ লাখ টাকার ক্ষতি

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি কুড়িগ্রাম
প্রকাশিত: ১২:১৬ পিএম, ১৮ এপ্রিল ২০২১

 

কুড়িগ্রামে অগ্নিকাণ্ডে ছয়টি দোকানের মালামাল পুড়ে ছাই হয়ে গেছে। শনিবার (১৭ এপ্রিল) রাত সাড়ে ১২টায় সদরের মোগলবাসা ইউনিয়নের মালভাঙ্গা সাতকুড়ার পাড় বাজারে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

রোববার (১৮ এপ্রিল) সকাল সাড়ে ১০টায় এ তথ্য নিশ্চিত করেন মোগলবাসা ইউনিয়নের ৫নং ওয়ার্ড ইউপি সদস্য মোস্তাফিজার রহমান।

ইউপি সদস্য মোস্তাফিজার রহমান বলেন, প্রতিদিনের ন্যায় বাজারের ব্যবসায়ীরা তাদের দোকান বন্ধ করে বাড়িতে চলে যান। শনিবার রাত সাড়ে ১২টায় বাজারে দায়িত্বরত প্রহরী আফজালের মুদি দোকানে আগুন দেখতে পেয়ে চিৎকার শুরু করেন। তার চিৎকারে স্থানীয়রা ছুটে আসেন আগুন নেভাতে।

fire1

এসময় বাতাস থাকায় আগুনের শিখা চারিদিকে ছড়িয়ে পড়ে। পার্শ্ববর্তী শামসুল হকের টেইলার্স, নুর আলমের কাপড়ের দোকান, রফিকুলের ওষুধের দোকান, হোসেন আলীর সারের দোকান, শাহিনের হোটেলে আগুন লেগে মালামাল পুড়ে যায়। পরে ফায়ার সার্ভিসের কর্মীরা এসে স্থানীয়দের সহায়তায় দেড় ঘণ্টা পর আগুন নিয়ন্ত্রণে আনেন।

ধারণা করা হচ্ছে, বাজারের ছয়টি দোকানের মালামাল পুড়ে প্রায় ৩০ লাখ টাকার ক্ষতি হয়েছে। আফজালের মুদি দোকানের বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে এ অগ্নিকাণ্ডের সূত্রপাত।

fire1

কুড়িগ্রাম ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপ-সহকারী পরিচালক মনোরঞ্জন রায় বলেন, সংবাদ দেরিতে পাওয়ায় আমরা ঘটনাস্থলে পৌঁছানোর আগেই দোকানগুলো পুড়ে যায়।

কুড়িগ্রাম সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নিলুফা ইয়াসমিন বলেন, বিষয়টি কেউ উপজেলা প্রশাসনকে অবগত করেনি। আবেদন করলে অগ্নিকাণ্ডে ক্ষতির পরিমাণ বের করে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।

মাসুদ রানা/এসএমএম/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।