নোয়াখালীতে আরও ৮১ জনের দেহে করোনা শনাক্ত

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি নোয়াখালী
প্রকাশিত: ১০:০৬ পিএম, ১৮ এপ্রিল ২০২১
ফাইল ছবি

নোয়াখালীতে গত ২৪ ঘণ্টায় আরও ৮১ জনের দেহে করোনা শনাক্ত হয়েছে। রোববার (১৮ এপ্রিল) রাতে সিভিল সার্জন ডা. মাসুম ইফতেখার গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেন।

তিনি বলেন, আক্রান্তদের মধ্যে নোয়াখালী সদরে ৩২ জন, সূবর্ণচরে ৫ জন, বেগমগঞ্জে ২৬ জন, সোনাইমুড়িতে তিনজন, চাটখিলে সাতজন, কোম্পানীগঞ্জে ৩ জন ও কবিরহাটের পাঁচজন।

তিনি আরও বলেন, এ নিয়ে জেলায় মোট আক্রান্ত ৬ হাজার ৯৬১ জন। সুস্থ হয়েছেন ৫ হাজার ৬০৩ জন। মারা গেছেন ১০০ জন। বর্তমানে ১ হাজার ২৫৮জন আইসোলেশনে থেকে চিকিৎসা নিচ্ছেন।

স্বাধীনতা চিকিৎসক পরিষদের নোয়াখালী জেলা সভাপতি ডা. ফজলে এলাহী খান বলেন, এভাবে সংক্রমণ বাড়তে থাকলে বিপদের শঙ্কা দেখা দিতে পারে। তাই স্বাস্থ্যবিধি কঠোরভাবে মেনে চলতে হবে।

আরএইচ/জিকেএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।