কাদের মির্জার দাবির মুখে থানার ওসিকে বদলি

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি নোয়াখালী
প্রকাশিত: ০১:৫৮ পিএম, ১৯ এপ্রিল ২০২১

নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলা আওয়ামী লীগ ও মির্জা কাদেরের মধ্যে বিবাদমান দ্বন্দ্বের জেরে থানার পরিদর্শক (তদন্ত) রবিউল হককে নোয়াখালী ডিবিতে বদলি করা হয়েছে।

সোমবার (১৯ এপ্রিল) দুপুর ১২টায় নোয়াখালীর পুলিশ সুপার মো. আলমগীর হোসেন এ তথ্য নিশ্চিত করেন।

তিনি আরও জানান, রোববার দুপুরে জেলা পুলিশ সুপারের কার্যালয়ের এক আদেশে তাকে নোয়াখালী ডিবিতে বদলি করা হয়েছে।

উল্লেখ্য, দীর্ঘ দুই মাস থেকে সেতুমন্ত্রীর ভাই কাদের মির্জা পরিদর্শক (তদন্ত) রবিউল হকের বিরুদ্ধে মাদক ব্যবসাসহ নানা অনিয়মের অভিযোগ তুলে তার বদলির দাবি করে আসছিলেন।

এফএ/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।