নড়াইলে প্রতিপক্ষের হামলায় ৬ নারী আহত
নড়াইলের লোহাগড়ার জমি নিয়ে বিরোধের জেরে প্রতিপক্ষের হামলায় ছয় নারী আহত হয়েছেন। তাদের লোহাগড়া হাসপাতাল ও খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
রোববার (১৮ এপ্রিল) সন্ধ্যা সাড়ে ৬টায় উপজেলার পাংখারচর কাজিপাড়া গ্রামে এ হামলার ঘটনা ঘটে।
আহতরা হলেন, পাংখারচর কাজিপাড়া গ্রামের নাজমা বেগম (৪৫), মিনা বেগম (৩২), শারমিন বেগম (৩৫), পপি খানম (২৫), মীরা বেগম (৩৭) ও আয়শা বেগম (৩৬)।
পুলিশ জানায়, ইতনা ইউনিয়নের পাংখারচর কাজিপাড়া গ্রামে জমি নিয়ে আকিদুল কাজীর সঙ্গে ইমরান কাজীর বিরোধ চলে আসছিল। এ ঘটনার জেরে রোববার বিকেলে ইমরান কাজীর বাড়িতে এলাকার নারীরা স্থানীয় সাংবাদিকদের কাছে তাদের নানা সমস্যার কথা তুলে ধরেন।
সাংবাদিকরা এলাকা ছাড়ার পর সন্ধ্যা সাড়ে ৬টায় ইমরান কাজীর নেতৃত্বে ওই নারীদের ধাওয়া করে মারধর করা হয়। এসময় ছয় নারী আহত হন।
লোহাগড়া হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক দিব্যেন্দ্রনাথ জানান, আহতদের মধ্যে চারজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় উন্নত চিকিৎসার জন্য খুলনা মেডিকেল কলেজ (খুমেক) হাসপাতালে পাঠানো হয়েছে।
লোহাগড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহমুদুর রহমান বিষয়টি নিশ্চিত করে বলেন, বর্তমান পরিস্থিতি শান্ত রয়েছে। এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। অভিযোগ পেলে আইনি ব্যবস্থা নেয়া হবে।
হাফিজুল নিলু/এসএমএম/এমকেএইচ