ধারণ ক্ষমতার দ্বিগুণ বন্দি হবিগঞ্জ কারাগারে
হবিগঞ্জ জেলা কারাগারে ধারণ ক্ষমতার চেয়ে দ্বিগুণ বন্দি রয়েছেন। যে পরিমাণ বন্দি বের হচ্ছে তার দ্বিগুণ প্রতিদিন ঢুকছে। এ অবস্থায় কারাগারে বন্দিদের মধ্যে করোনাভাইরাস সংক্রমণের আশঙ্কা দেখা দিয়েছে।
জেলা কারাগারের জেলার জয়নাল আবেদীন জানান, হবিগঞ্জ জেলা কারাগারের ধারণ ক্ষমতা ৫০০। কিন্তু বর্তমানে আসামি রয়েছেন ১১৪৪ জন। যদিও ভার্চুয়াল কোর্টে জামিন শুনানি। এতে কিছু বন্দির জামিনও হয়। তবে সে তুলনায় দ্বিগুণ আসামি প্রতিদিন কারাগারে আসে। এতে করে করোনা সংক্রমণের ঝুঁকি রয়েছে।
জেলা আইনজীবী সমিতির সভাপতি মো. আবুল মনসুর জানান, সিনিয়র জেলা ও দায়রা জজ আমজাদ হোসেন করোনা আক্রান্ত হয়ে ঢাকায় চিকিৎসাধীন আছেন। এখানে ভারপ্রাপ্ত হিসেবে দায়িত্ব পালন করছেন অতিরিক্ত দায়রা জজ এসএম নাসিম রেজা। এ অবস্থায় জামিন খুবই কম হচ্ছে। ভার্চুয়াল কোর্টে চাইলে জামিন শুনানি করা যায়। এতে কোনো বাধা নেই।
তিনি মনে করেন, যোগ্যদের জামিন দেয়াই যায়। এমন মামলাও আছে যেগুলো জামিন অযোগ্য অপরাধ। কিন্তু অবস্থাদৃষ্টে আদালত চাইলে জামিন দিতে পারেন। এছাড়া করোনা মহামারির সময় মানবিক দৃষ্টিকোণ থেকে সবদিক বিবেচনায় নিয়ে দেখা উচিত। তাহলেই কারাগারে এ সময় বন্দির চাপ কমতো। দুর্ভোগও লাঘব হতো।
সৈয়দ এখলাছুর রহমান খোকন/এসজে/জিকেএস