হতদরিদ্রদের ধান কাটল ছাত্রলীগ
গোপালগঞ্জের সদর উপজেলার করপাড়া ইউনিয়নের হাটবাড়িয়া গ্রামের চাষী রজব মুন্সীর জমির ধান কেটে দিয়েছে জেলা ছাত্রলীগ।
সোমবার (১৯ এপ্রিল) সকালে জেলা ছাত্রলীগের সভাপতি নিউটন মোল্লা ও সাংগঠনিক সম্পাদক সাব্বির হোসেন তাজের নেতৃত্বে ৩০ সদস্যের একটি দল হাটবাড়িয়া গ্রামের কৃষক রজব মুন্সীর আট কাঠা জমির ধান কেটে মাড়াই করে ঘরে তুলে দেন।

জেলা ছাত্রলীগের সভাপতি নিউটন মোল্লা জাগো নিউজকে জানান, গত বছরও করোনাকালীন সময়ে প্রায় মাসব্যাপী বিভিন্ন গ্রামের হতদরিদ্র ও গরীব চাষীদের ধান কেটে মাড়াই করে ঘরে তুলে দিয়েছেন। এবছরও সেই কর্মসূচি অব্যাহত থাকেবে।
এএইচ/এমকেএইচ