করোনায় মারা গেছেন ডা. আনোয়ার আলী দীপু

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি রাজশাহী
প্রকাশিত: ০৮:৪৯ এএম, ২০ এপ্রিল ২০২১

করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে রাজশাহীর ডা. আনোয়ার আলী দীপুর মৃত্যু হয়েছে। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭২ বছর।

সোমবার (১৯ এপ্রিল) দুপুরে ঢাকার একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

ডা. দীপু স্বাস্থ্য বিভাগের একজন উপ-পরিচালক হিসেবে অবসর গ্রহণ করেছিলেন। তার বাড়ি রাজশাহী মহানগরীর গণকপাড়া এলাকায়। তবে তিনি থাকতেন ঢাকায়।

মৃত্যুকালে তিনি স্ত্রী, দুই মেয়ে, এক ছেলে, নাতি-নাতনিসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। সোমবার ঢাকার বুদ্ধিজীবী কবরস্থানে তার মরদেহ দাফন করা হয়।

তার ভাই ড. আলী আজম জানান, করোনা ভাইরাসে আক্রান্ত হওয়ায় সপ্তাহখানেক আগে ডা. দীপুকে হাসপাতালে ভর্তি করা হয়েছিল। সেখানেই তিনি মারা যান।

জানা গেছে, এর আগে ১৯৭৫ সালে তিনি মেডিকেল অফিসার হিসেবে চাকরিতে যোগদান করেন। চাকরিজীবনে তিনি বিভিন্ন জেলার সিভিল সার্জন হিসেবেও দায়িত্ব পালন করেন।

ফয়সাল আহমেদ/এসএমএম/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।