নন্দীগ্রামে ১৪ বস্তা ভিজিডির চাল জব্দ

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক বগুড়া
প্রকাশিত: ০৩:৫৪ পিএম, ২১ এপ্রিল ২০২১
ফাইল ছবি

বগুড়ার নন্দীগ্রাম উপজেলার থালতা মাজগ্রাম ইউনিয়ন পরিষদ (ইউপি) কার্যালয়ের সামনে থেকে অবৈধভাবে বিক্রির সময় ১৪ বস্তা ভিজিডির চাল জব্দ করেছে ফাঁড়ি পুলিশ।

বুধবার দুপুরে থালতা মাজগ্রাম ইউনিয়ন পরিষদের সামনে থেকে অবৈধভাবে এই চাল বিক্রির সময় ফড়িয়াদের কাছ থেকে জব্দ করা হয়। তবে পুলিশের উপস্থিতি টের পেয়ে ফড়িয়ারা আগেই পালিয়ে যান।

স্থানীয়রা জানায়, বুধবার সকাল থেকে থালতা মাজগ্রাম ইউনিয়ন পরিষদ থেকে ৪২১ জন সুবিধাভোগীর প্রতিজনকে ৩০ কেজি করে ভিজিডির চাল বিতরণ করা হয়। এ সময় ইউনিয়ন পরিষদের বাইরে সুবিধাভোগীদের কাছ থেকে কম দামে ভিজিডির চাল কিনছিলেন এলাকার ফড়িয়ারা।

সংবাদ পেয়ে কুমিড়া পন্ডিতপুকুর ফাঁড়ির একদল পুলিশ ঘটনাস্থলে যায়। তাদের উপস্থিতি টের পেয়ে ফড়িয়ারা চাল ফেলে দৌঁড়ে পালিয়ে যান। সেখান থেকে পরিত্যক্ত অবস্থায় ১৪ বস্তা চাল জব্দ করে পুলিশ।

নন্দীগ্রাম কুমিড়া পন্ডিতপুকুর পুলিশ ফাঁড়ির ইনচার্জ মো. আবু রায়হান বলেন, পরিত্যক্ত ভিজিডির ১৪ বস্তা চাল জব্দ করা হয়েছে। এ বিষয়ে তদন্ত করে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হবে।

এফএ/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।