ডায়রিয়া রোগীদের সেবায় স্যালাইন দিলেন বরিশাল বিভাগীয় কমিশনার

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি বরগুনা
প্রকাশিত: ১২:২২ এএম, ২৩ এপ্রিল ২০২১

বরগুনায় হঠাৎ করে ডায়রিয়ার প্রকোপ বেড়েছে। গত ২৪ ঘণ্টায় অন্তত শতাধিক ডায়রিয়া রোগী বরগুনা জেনারেল হাসপাতালে ভর্তি হয়েছেন।

প্রয়োজনীয় সংখ্যক বিছানাপত্র না থাকায় মেঝেতে শুয়েই চিকিৎসা নিচ্ছেন অনেকে। এদিকে চিকিৎসক সঙ্কট থাকায় রোগীদের সামলাতে রীতিমত হিমশিম খাচ্ছে বরগুনা স্বাস্থ্য বিভাগ।

বৃহস্পতিবার (২২ এপ্রিল) বরিশাল বিভাগীয় কমিশনার মো. সাইফুল হাসান বাদল বরগুনার ডায়রিয়া আক্রান্তদের জন্য জরুরি স্যালাইন দিয়েছেন। বিভাগীয় কমিশনারের পক্ষে জেলা প্রশাসক হাবিবুর রহমান দুপুরে ২২০টি আইভি স্যালাইন সিভিল সার্জন ডা. মারিয়া হাসানের কাছে হস্তান্তর করেন।

jagonews24

বৈশাখের তীব্র গরমে করোনা সংক্রমণের পাশাপাশি বরগুনায় ডায়রিয়ার প্রকোপ বৃদ্ধি পাওয়ায় সঙ্কট দেখা দিয়েছে আইভি স্যালাইন ও খাবার স্যালাইনের। বিষয়টি বিভাগীয় কমিশনারের দৃষ্টিগোচর হওয়ায় তাৎক্ষণিক চার হাজার খাবার স্যালাইনের ব্যবস্থা করেন, যা গত ২০ এপ্রিল সিভিল সার্জনের কাছে হস্তান্তর করেন জেলা প্রশাসক।

বৃহস্পতিবার আরও ২২০টি আইভি স্যালাইন হস্তান্তর করা হয়। এক হাজার মিলিলিটারের এসব স্যালাইন বরগুনার বাজারে অপ্রতুল থাকায় সিভিল সার্জন প্রতিটি উপজেলায় এসব স্যালাইন জরুরি ভিত্তিতে বিতরণ করবেন বলে জানান।

এদিকে বরগুনা জেনারেল হাসপাতালের তথ্য মতে, গত ২৪ ঘন্টায় ১২৪ রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। সুস্থ হয়ে বাড়ি গেছেন ৪৩ জন। এর মধ্যে নারী-শিশুও রয়েছে।

এএইচ/এমএসএইচ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।