স্ত্রীর সহযোগিতায় নাতনিকে ধর্ষণ, অন্তঃসত্ত্বা কিশোরী

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি নেত্রকোনা
প্রকাশিত: ০৩:১৭ পিএম, ২৩ এপ্রিল ২০২১
প্রতীকী ছবি

নেত্রকোনার মদনে স্ত্রীর সহযোগিতায় প্রতিবেশী দাদার ধর্ষণের শিকার হয়েছে এক কিশোরী (১৩)। এ ঘটনা বৃহস্পতিবার (২২ এপ্রিল) ওই কিশোরীর মা বাদী হয়ে থানায় মামলা দায়ের করেন।

মামলায় আসামিরা হলেন, উপজেলার ফতেপুর ইউনিয়নে দেওয়ান পাড়া গ্রামের আছেন আলীর ছেলে আজিজুল (৪৮) ও তার স্ত্রী জরিনা আক্তার (৪০)। আজিজুল ও কিশোরীর দাদা-নাতনির সম্পর্ক।

পুলিশ ও ভুক্তভোগী পরিবার সূত্রে জানা যায়, অভিযুক্ত আজিজুলের বাড়ি-ঘর না থাকায় দীর্ঘদিন ধরে কিশোরীদের বাড়িতে বসবাস করে আসছেন। ২০২০ সালে ২৫ ডিসেম্বর দিনের বেলায় ওই কিশোরী আজিজুলের ঘরে পান আনতে গেলে স্ত্রীর সহযোগিতায় ধর্ষণ করেন। ওই দিন রাতে কিশোরীর মুখে গামছা বেঁধে পুনরায় তাকে ধর্ষণ করে আজিজুল। এরপর ভয়-ভীতি দেখিয়ে একাধিকবার ধর্ষণ করে কাউকে জানালে হত্যার হুমকি দেন। এক পর্যায়ে কিশোরী অন্তঃসত্ত্বা হয়ে পড়ে। বিষয়টি বৃহস্পতিবার (২২ এপ্রিল) স্বজনদের জানায় ওই কিশোরী। ওই দিনই কিশোরীর মা মামলা দায়ের করেন।

মদন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফেরদৌস আলম মামলার সত্যতা নিশ্চিত করে বলেন, কিশোরীর ডাক্তারি পরীক্ষার জন্য নেত্রকোনা আধুনিক সদর হাসপাতালে পাঠানো হয়েছে। আসামিদের গ্রেফতারের চেষ্টা চলছে।

এইচ এম কামাল/আরএইচ/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।