ড্রেন নির্মাণ নিয়ে বাগবিতণ্ডা, লাঠির আঘাতে যুবকের মৃত্যু
জয়পুরহাট সদর উপজেলার পলিকাদোয়া গ্রামে ড্রেন নির্মাণ নিয়ে বাগবিতণ্ডায় প্রতিবেশীর লাঠির আঘাতে আহত রেজাউল করিম (৪৫) মারা গেছেন।
শনিবার (২৪ এপ্রিল) সকালে বগুড়া শহীদ জিয়া মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। নিহত রেজাউল করিম ওই গ্রামের মৃত ওহাব উদ্দিনের ছেলে।
পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, শুক্রবার বিকেলে বাড়ির পানি নিষ্কাশনের জন্য ড্রেন নির্মাণকে কেন্দ্র করে প্রতিবেশী মৃত মোতালেব আলীর ছেলে আব্দুল আলীমের সঙ্গে রেজাউল করিমের বাগবিতণ্ডা হয়। একপর্যায়ে আবদুল আলীম লাঠি দিয়ে রেজাউল করিমের মাথায় আঘাত করেন। এতে গুরুতর আহত অবস্থায় স্থানীয়রা প্রথমে জয়পুরহাট আধুনিক জেলা হাসপাতালে ভর্তি করেন। সেখানে অবস্থার অবনতি হলে রাতে তাকে বগুড়া শহীদ জিয়া মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করানো হয়। শনিবার সকালে সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। এ ঘটনায় রেজাউল করিমের ভাই মোস্তাফিজুর রহমান বাদী হয়ে একটি হত্যা মামলা করেন।
জয়পুরহাট সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ কে এম আলমগীর জাহান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ময়নাতদন্তের জন্য মরদেহ বগুড়া শহীদ জিয়া মেডিকেল কলেজ হাসপাতালে রাখা হয়েছে। আসামিদের গ্রেফতারে অভিযান চলছে।
রাশেদুজ্জামান/আরএইচ/জিকেএস