নাশকতার মামলায় দিনাজপুর জামায়াতের সেক্রেটারিসহ ৬ জন কারাগারে

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি দিনাজপুর
প্রকাশিত: ০৬:০২ পিএম, ২৪ এপ্রিল ২০২১

নাশকতার মামলায় দিনাজপুর জামায়াতে ইসলামীর সেক্রেটারিসহ ছয়জনকে গ্রেফতার করেছে পুলিশ। শনিবার (২৪ এপ্রিল) দুপুরে আদালতের মাধ্যমে তাদের জেলা কারাগারে পাঠানো হয়েছে।

গ্রেফতাররা হলেন- জামায়াতের দিনাজপুর দক্ষিণ জেলা কমিটির সেক্রেটারি এনামুল হক ও ৫ রুকন হাফিজুল ইসলাম, মনজুর রহমান, ইয়াকুব আলী, মোকসেদ আলী মন্ডল ও মুজিবুর রহমান।

বিরামপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মনিরুজ্জামান জানান, ১৬ মার্চ দুপুরে বিরামপুর ঢাকা মোড়ে ঝটিকা মিছিল করে জামায়াত ও শিবিরের নেতাকর্মীরা লাঠিসোটা নিয়ে ছয়টি গাড়ি, ১২টি মোটরসাইকেল ভাঙচুর এবং ভীতিকর পরিস্থিতি সৃষ্টি করে। ওই ঘটনায় এসআই ফিরোজ কবির বাদী হয়ে বিশেষ ক্ষমতায় আইনে মামলা দায়ের করেন। মামলার আসামিরা দীর্ঘদিন পলাতক ছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে শনিবার পুলিশ এজাহার ভুক্ত পলাতক ছয় আসামিকে গ্রেফতার করতে সক্ষম হয়।

মামলার তদন্তকারী কর্মকর্তা উপপরিদর্শক (এসআই) শাজাহান সিরাজ জানান, গ্রেফতার জামায়াতের ছয়জনকে আদালতের মাধ্যমে কড়া নিরাপত্তায় দিনাজপুর জেলা কারাগারে পাঠানো হয়। অধিকতর জিজ্ঞাসাবাদের জন্য তাদের প্রত্যেককে সাতদিন করে রিমান্ডের আবেদন করা হয়েছে।

এমদাদুল হক মিলন/এসজে/জিকেএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।