অসহায় পরিবারের পাশে দাঁড়ালো নৌবাহিনী

জাগো নিউজ ডেস্ক
জাগো নিউজ ডেস্ক জাগো নিউজ ডেস্ক মোংলা (বাগেরহাট)
প্রকাশিত: ০৬:০৭ পিএম, ২৪ এপ্রিল ২০২১

মহামারী করোনাভাইরাসে কর্মহীন অসহায় মানুষের পাশে দাঁড়িয়েছে বাংলাদেশ নৌবাহিনী। শনিবার (২৪ এপ্রিল) মোংলা পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডের সিগনাল টাওয়ার ও দক্ষিণ চর এলাকার ১৫০ পরিবার ও সদর উপজেলার চিলা ইউনিয়নের জয়মনি এলাকায় ১০০ দরিদ্র পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়।

ত্রাণ সামগ্রীর মধ্যে ছিল চাল, আটা, লবণ, ডাল, ছোলা ও ১০০ টাকা করে আর্থিক সহায়তা।

jagonews24

এছাড়াও একইদিনে বাংলাদেশ নৌবাহিনী ঘাঁটি বানৌজা তিতুমীর খুলনার সোনাডাঙায় হাফিজ নগর বস্তি এলাকায় ২৫০ পরিবারকে খাদ্য সামগ্রী বিতরণ করেছে।

অন্যদিকে পটুয়াখালী জেলার কলাপাড়া উপজেলায় বা নৌ জা শেরে ই বাংলা ঘাঁটির পার্শ্ববর্তী এলাকার লালুয়া ইউনিয়নের অসহায় দুস্থ ১৫০ পরিবারের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়। মাথাভাঙা এলাকার ৭৫ অসহায় পরিবারের মাঝে নৌঘাঁটি সোলাম ত্রাণ সামগ্রী বিতরণ করে।

মো. এরশাদ হোসেন রনি/আরএইচ/জিকেএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।