খাগড়াছড়িতে অর্ধকোটি টাকার অবৈধ কাঠ জব্দ

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি খাগড়াছড়ি
প্রকাশিত: ০৫:০৭ পিএম, ২৫ এপ্রিল ২০২১

 

খাগড়াছড়িতে চারটি কাঠের ডিপোতে রাতভর অভিযান চালিয়ে বিভিন্ন প্রজাতির প্রায় অর্ধ কোটি টাকার কাঠ জব্দ করেছে সেনাবাহিনী। গোপন সংবাদের ভিত্তিতে সেনাবাহিনীর ৩০ ফিল্ড রেজিমেন্ট আর্টিলারির মাটিরাঙ্গা জোনের অধিনায়ক লে. কর্নেল মো. মোহসীন হাসানের নেতৃত্বে বিশেষ অভিযান চালিয়ে এসব কাঠ জব্দ করা হয়।

বন বিভাগের সহায়তায় দীর্ঘদিন ধরে একটি অসাধু চক্র বন উজার করে প্রতিনিয়ত সমতলে মূল্যবান কাঠ পাচার করে আসছে, এমন সংবাদের ভিত্তিতে শনিবার (২৩ এপ্রিল) রাতভর বাইল্যাছড়ি, নতুনপাড়া, ১০ নম্বর ইসলামপুর ও আদর্শগ্রাম এলাকার চারটি ডিপোতে অভিযান চালিয়ে ৪৬৩৫ সিএফটি অবৈধ কাঠ জব্ধ করেন সেনা সদস্যরা।

মাটিরাঙ্গার রেঞ্জ কর্মকর্তা মো. তরিকুল ইসলাম জব্দকৃত কাটগুলো অবৈধ স্বীকার করলেও এসব কাঠে কীভাবে সরকারি হেমার মারা হলো তার কোনো সদুত্তর দিতে পারেননি। তবে আটককৃত কাঠের আনুমানিক বাজারমূল্য প্রায় অর্ধকোটি টাকা হবে বলে জানান তিনি।

jagonews24

রাতভর অভিযান শেষে রোববার (২৫ এপ্রিল) দুপুরের দিকে মাটিরাঙ্গা জোন অধিনায়ক লে. কর্নেল মো. মোহসীন হাসান সাংবাদিকদের বলেন, এভাবে বন উজাড় হতে দেয়া হবে না।

অবৈধভাবে কাঠ পাচারের সঙ্গে জড়িতদের কাউকে ছাড় দেয়া হবে না জানিয়ে তিনি বলেন, এ অভিযান অব্যহত থাকবে।

মুজিবুর রহমান ভুইয়া/এসআর/এমকেএইচ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।