বউ-শাশুড়ির বিবাদ, ছেলের হাতে মা খুন

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি জয়পুরহাট
প্রকাশিত: ০২:১২ পিএম, ২৬ এপ্রিল ২০২১

জয়পুরহাটের সদরে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে বউ-শাশুড়ির ঝগড়ার জেরে ছেলের ইটের আঘাতে মা নিহত হয়েছেন। রোববার (২৫ এপ্রিল) রাতে উপজেলার কোমরগ্রাম পশ্চিমপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।

সোমবার (২৬ এপ্রিল) সকালে পুলিশ ছেলে উজ্জ্বল হোসেনকে (২৮) কালাই উপজেলার শালগুন এলাকা থেকে গ্রেফতার করে। তবে তার স্ত্রী মেনেকা পলাতক রয়েছেন।

এর আগে সোমবার ভোরে বগুড়া শহীদ জিয়া মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান মা সুফিয়া খাতুন (৫৫)।

নিহত সুফিয়া খাতুনের একই গ্রামের তছলিম উদ্দিনের স্ত্রী।

jagonews24

প্রত্যক্ষদর্শীরা জানায়, রোববার রাতে সুফিয়া তার পুত্রবধূ মেনেকাকে চুলা থেকে ছাই সরাতে বলেন। এতে শাশুড়ি ও বউ এর মধ্যে বাগ-বিতণ্ডা হয়। একপর্যায়ে ছেলে উজ্জ্বল স্ত্রীর পক্ষ নিয়ে মার মাথায় ইট দিয়ে আঘাত করেন।

এতে আহত সুফিয়াকে প্রথমে জয়পুরহাট জেলা আধুনিক হাসপাতালে ভর্তি করানো হয়। সেখানে তার অবস্থার অবনতি ঘটায় তাকে বগুড়া শজিমেক হাসপাতালে স্থানান্তর করা হয়। পরে সোমবার ভোরে সেখানে চিকিসাধীন অবস্থায় মারা যান তিনি।

জয়পুরহাট সদর থানার ভারপ্রাপ্ত কর্মকরতা (ওসি) এ কে এম আলমগীর জাহান বিষয়টি নিশ্চিত করেন।

তিনি বলেন, সোমবার সকালে ছেলে উজ্জ্বলকে গ্রেফতার করা হয়েছে। এ ঘটনায় একইদিন বেলা ১২টায় সুফিয়ার ভাই মজিবর রহমান বাদী হয়ে থানায় মামলা করেন।

রাশেদুজ্জামান/এসএমএম/এএসএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।