আগুনে পুড়ল শ্রমিকদের জমানো শতাধিক মণ ধান

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি নেত্রকোনা
প্রকাশিত: ০৭:৩২ পিএম, ২৬ এপ্রিল ২০২১

নেত্রকোনার খালিয়াজুরী উপজেলার নগর ইউনিয়নের নয়াগাঁও গ্রামে ধানকাটা শ্রমিকদের গোলায় (থাকার অস্থায়ী ঘর) আগুনে পুড়ে গেছে নগদ টাকাসহ প্রায় শতাধিক মণ ধান।

সোমবার (২৬ এপ্রিল) দুপুর এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, ময়মনসিংহের নান্দাইল থেকে নেত্রকোনার খালিয়াজুরী হাওরাঞ্চলের নগর ইউনিয়নে ধান কাটতে যান শ্রমিকরা। প্রায় ২০-২৫ দিন আগে থেকে শ্রমের বিনিময়ে ধান নিয়ে হাওরের ধানকাটা শুরু করেন। শ্রমিকদের থাকার জন্য হাওরে অস্থায়ী ঘর তৈরি করে রাত্রিযাপনসহ শ্রমের বিনিময়ে পাওয়া ধান রাখা হয়।

jagonews24

সোমবার দুপুরে শ্রমিক সাইদুল মিয়া রান্না শেষে ঘুমিয়ে পড়েন। এতে অসাবধানতাবশত চুলা থেকে অস্থায়ী ঘরে আগুন লেগে যায়। আগুন লাগার খবরে ওই গ্রামের শতাধিক মানুষ গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। ততক্ষণে গোলায় থাকা শ্রমিকদের শতাধিক মণ ধান ও নগদ ৫০ হাজার টাকা, কয়েকটি মোবাইল ফোনসহ এক মাসের খাদ্য সামগ্রী পুড়ে যায়। এ সময় ঘরে থাকা শ্রমিকও আহত হন।

নগর ইউনিয়নের ইউপি সদস্য আশুতোষ সরকার বলেন, ‘শ্রমিকদের শ্রমের বিনিময়ে পাওয়া শতাধিক মণ ধানসহ সবকিছু পুড়ে গেছে। ওই শ্রমিকরা খুব সমস্যায় পড়েছে।’

এ বিষয়ে নেত্রকোনার জেলা প্রশাসক কাজি মো. আবদুর রহমান বলেন, ‘ শ্রমিকদের খাবারসহ প্রয়োজনীয় সামগ্রী দিতে উপজেলা নির্বাহী কর্মকর্তা এএইচএম আরিফুল ইসলামকে নির্দেশ দেয়া হয়েছে। এছাড়া আহত শ্রমিককে চিকিৎসার ব্যবস্থারও কথা বলা হয়েছে।’

এইচ এম কামাল/এসজে/এমকেএইচ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।