মোংলায় নৌবাহিনীর ইফতার বিতরণ

জাগো নিউজ ডেস্ক
জাগো নিউজ ডেস্ক জাগো নিউজ ডেস্ক মোংলা (বাগেরহাট)
প্রকাশিত: ০৮:১৫ এএম, ২৭ এপ্রিল ২০২১

বৈশ্বিক মহামারি করোনা ভাইরাসের ছোবলে কর্মহীন, দুস্থ ও অসহায় মানুষের পাশে দাঁড়িয়েছে বাংলাদেশ নৌবাহিনী।

এরই অংশ হিসেবে কমান্ডার ফ্লোটিলা ওয়েস্ট অধিনস্ত জাহাজ সমূহের তত্ত্বাবধানে সোমবার (২৬ এপ্রিল) বিকেলে মোংলা পৌর শহরের ফেরিঘাট, পোর্ট স্কুল রোড ও ফাতেমা চাইল্ড একাডেমি প্রাথমিক বিদ্যালয় চত্বরে স্থানীয় গরিব ও দুস্থ মানুষের মাঝে ইফতারের প্যাকেট বিতরণ করা হয়েছে। এ সময় মোট ১৫৪ প্যাকেট ইফতার (খিচুড়ি ও ডিম) বিতরণ করা হয়।

এ সময় ‘বা নৌ জা মেঘনা’ জাহাজে কর্মরত সাব লেফটেন্যান্ট শওকত আলীসহ নৌবাহিনীর অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন।

এ ছাড়াও গত কয়েকদিনে মোংলা উপজেলার বিভিন্ন এলাকায় ত্রাণ বিতরণ কার্যক্রম অব্যাহত রেখেছে নৌবাহিনী। এসব ত্রাণ সামগ্রীর মধ্যে ছিল চাল, আটা, লবণ, বুটের ডাল ও ছোলা এবং ১০০ টাকা করে আর্থিক সহায়তা।

এরশাদ হোসেন রনি/এফএ/এএসএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।