সাগরপথে মালয়েশিয়া যাওয়ার চেষ্টা, ৩০ দালাল-রোহিঙ্গা আটক

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি কক্সবাজার
প্রকাশিত: ০৬:১৯ পিএম, ২৭ এপ্রিল ২০২১

অবৈধভাবে সাগরপথে ফের মালয়েশিয়া যাত্রায় ব্যর্থ হওয়া ২৬ জন রোহিঙ্গা ও চার দালালকে আটক করেছে বাংলাদেশ কোস্ট গার্ড।

মঙ্গলবার (২৭ এপ্রিল) সকালে কক্সবাজারের টেকনাফ বাহারছড়া ইউনিয়নের বড় ডেইল সমুদ্র সৈকত এলাকা থেকে মাছ ধরার ট্রলারসহ তাদেরকে আটক করা হয়।

আটকরা হলেন- জায়নুব, মো. সালমান, ইসমত আরা, নুরকলিমা, হাসিনা, রাসেদা, আছমা, ছোনোয়ারা, রাবেয়া, রমজানা, দিন খায়াজ, রাইজু, নুর চাদেকা, মোশারফা, রফিকা, নুর ফাতেমা, রোকিয়া বেগম, তসলিমা, ইয়াসমিন, তাসলিমা, মো. হাফসা, আরকান বিবি, চোমুদা খাতুন, সুমাইরা, মো. জমির, আবুল ফোয়েজ, মোস্তেফা, রাসেল, ইউনুস, রায়হান। তারা সবাই উখিয়া-টেকনাফের বিভিন্ন ক্যাম্পের বাসিন্দা। এদের মধ্যে চার জন দালাল রয়েছে।

কোস্ট গার্ড সদর দফতরের মিডিয়া কর্মকর্তা লে. কমান্ডার আমিরুল হক এসব তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, সাগরপথে মালয়েশিয়া যাওয়ার চেষ্টা ব্যর্থ হয়ে ট্রলারটি টেকনাফ সৈকত আসে। সেখান থেকে চার দালাল ও ২৬ জন রোহিঙ্গাকে আটক করা হয়েছে।

আমিরুল হক আরও জানান, দালালসহ রোহিঙ্গাদের বহনকারী ট্রলারটি সাগর পথে মালয়েশিয়া যাওয়ার পথে বঙ্গোপসাগরে ডাকাতের কবলে পড়ে। এ সময় ডাকাতরা তাদের মালপত্র লুট করে ট্রলারের ইঞ্জিন নষ্ট করে দেয়। পরে তারা ভেসে ভেসে কুলে ভিড়লে তাদেরকে ধরে কোস্ট গার্ড। এ বিষয়ে আইনি প্রস্তুতি চলছে।

টেকনাফ বাহারছড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মৌওলনা আজিজ উদ্দিন জানান, তার এলাকা থেকে ট্রলারনহ চার দালাল ও ২৬ জন রোহিঙ্গাকে আটক করা হয়েছে। সাগর পথে মালয়েশিয়া যাওয়ার চেষ্টা ব্যর্থ হওয়ায় তারা ধরা পড়ে।

টেকনাফ বাহারছড়া পুলিশ তদন্ত কেন্দ্রের পরিদর্শক নুর মোহাম্মদ জানান, আটক রোহিঙ্গারা মিয়ানমার থেকে অনুপ্রবেশ করছিল কিনা সে ব্যাপারে তদন্ত চলছে।

উল্লেখ্য, দুই মাস সাগরে ভেসে গত বছরের ১৫ এপ্রিল রাতে থাইল্যান্ড, মালয়েশিয়া ও মিয়ানমারে প্রবেশে ব্যর্থ হলে টেকনাফ বাহারছড়া ইউনিয়নে জাহাজপুরা ঘাট থেকে ৪০০ রোহিঙ্গাকে উদ্ধার করেছিল বাংলাদেশ কোস্টগার্ড। এ ঘটনার পর কিছুদিন বন্ধ থাকলেও আবারও সাগরপথে মালয়েশিয়া যাত্রা শুরু হয়েছে।

সায়ীদ আলমগীর/এসজে/জিকেএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।