বাগেরহাটে পুলিশের কাছ থেকে পালানো আসামি ঝিনাইদহে গ্রেফতার

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি বাগেরহাট
প্রকাশিত: ০৫:১৪ পিএম, ২৮ এপ্রিল ২০২১

বাগেরহাট কোর্ট পুলিশের কাছ থেকে পালিয়ে যাওয়া আসামি হাফিজুর রহমান ওরফে শিপনকে (২৯) ঝিনাইদহ জেলা থেকে গ্রেফতার করেছে পুলিশ।

গোপন সংবাদের ভিত্তিতে বুধবার (২৮ এপ্রিল) সকালে বাগেরহাট জেলা গোয়েন্দা পুলিশ ও মোংলা থানা পুলিশের যৌথ অভিযানে ঝিনাইদহ জেলার কোটচাঁদপুর এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।

বিকেলে তাকে ঝিনাইদহ থেকে বাগেরহাটে নিয়ে আসা হয়েছে।

এর আগে রোববার (২৫ এপ্রিল) বিকেলে চুরির মামলায় একদিনের রিমান্ড শেষে কোর্ট পুলিশের কাছ থেকে পালিয়ে যান আসামি হাফিজুর রহমান ওরফে শিপন।

গ্রেফতার হাফিজুর মোংলা উপজেলার কানাই নগর গ্রামের আবু বক্কর খার ছেলে।

বাগেরহাটের অতিরিক্ত পুলিশ সুপার মীর শাফিন মাহমুদ বলেন, গোপন সংবাদের ভিত্তিতে ঝিনাইদহের কোটচাঁদপুর এলাকায় অভিযান চালিয়ে শিপনের এক আত্মীয়ের বাড়ি থেকে তাকে গ্রেফতার করা হয়। এ ঘটনায় মামলা দায়ের করা হয়েছে।

শওকত আলী বাবু/এসআর/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।