তীব্র গরমে অতিষ্ঠ দিনাজপুরের জনজীবন

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি দিনাজপুর
প্রকাশিত: ০৮:৫০ পিএম, ২৮ এপ্রিল ২০২১

গত কয়েকদিনের তীব্র গরমে অতিষ্ঠ হয়ে উঠেছে দিনাজপুরের জনজীবন। একটু প্রশান্তির আশায় মানুষ ছুটছে গাছের ছায়া কিংবা শীতল কোনো স্থানে। গরমের তীব্রতা সহ্য করতে না পেরে শিশুরা পুকুর কিংবা শ্যালো মেশিনের পানিতে দিন পার করছে।

দিনাজপুর আবহাওয়া অফিসের সহকারী তোফাজ্জুর রহমান জানান, বুধবার দিনের তাপমাত্রা ৩৮-৩৯ ডিগ্রি সেলসিয়াসে ওঠানামা করছে। আগামী ২-৩ দিন এ অবস্থা বিরাজ করবে বলে জানান তিনি। তবে শনি ও রোববার জেলায় বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে।

pani1

শহরের বিভিন্ন এলাকা ঘুরে দেখা যায়, শহরে বেড়েছে হাতপাখা বিক্রি। গরমে সহ্য করতে না পেরে ছিন্নমূল মানুষ স্টেশনের প্রধান ফটকের ভেতরের খালি জায়গায় শুয়ে থাকতে দেখা গেছে। শুধু মানুষ বা প্রাণীকুল নয়, গরমের প্রভাব পড়ছে গাছ-গাছালিতেও। কোথাও কোথাও আম ও লিচুর বোটা শুকিয়ে গাছ থেকে ঝরে পড়তে দেখা যাচ্ছে।

সংশ্লিষ্ট সূত্র জানায়, তীব্র দাবদাহ চলছে সারাদেশে। মার্চের শেষের দিক থেকে শুরু দাবদাহ দিনের পর দিন বাড়ছে। ডাব, তরমুজ, বাঙ্গি, শসা ও খিরাসহ পানি জাতীয় ফল ও সবজির দাম বাড়ছে হু-হু করে।

জেলার রামসাগরের চিড়িয়াখানার শেডে (খাঁচা) প্রাণীদের পর্যাপ্ত পানির ব্যবস্থা করাসহ সেখানে দিনে দুইবার পানি স্প্রে করা হচ্ছে। আম ও লিচু বাগানগুলোতের স্প্রে করা হচ্ছে পানি। এ তাপদাহ চলতে থাকলে আম ও লিচু ঝড়ে পড়তে পারে।

এমদাদুল হক মিলন/আরএইচ/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।