পক্ষাঘাতগ্রস্ত বাবাকে টিউবওয়েলের হাতল দিয়ে পিটিয়ে হত্যা

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি মানিকগঞ্জ
প্রকাশিত: ০৪:৫১ পিএম, ২৯ এপ্রিল ২০২১

মানিকগঞ্জের সিংগাইরে পক্ষাঘাতগ্রস্ত বাবাকে টিউবওয়েলের হাতল দিয়ে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে ছেলের বিরুদ্ধে। হত্যার পর ছেলে কাউছার হোসেন (২২) পালিয়ে গেছেন।

বৃহস্পতিবার (২৯ এপ্রিল) সকালে উপজেলার জার্মিত্তা ইউনিয়নের চান্দনপুর গ্রামে এ ঘটনা ঘটে।

নিহতের নাম সোলিম হোসেন খোকন (৫০)। তিনি পাঁচ সন্তানের বাবা ছিলেন।

নিহতের বোন মমতাজ বেগম জানান, তার ভাই পেশায় একজন পরিবহন চালক। সাত মাস আগে হঠাৎ পক্ষাঘাতগ্রস্ত হয়ে বাড়িতে চিকিৎসা নিচ্ছিলেন। প্রায় সুস্থ হয়ে ওঠেছিলেন তিনি। কিন্তু সংসারের অভাব-অনটন থাকায় প্রায়ই স্ত্রী ও ছেলেদের সঙ্গে ঝগড়া-বিবাদ হতো। বৃহস্পতিবার সকাল ১০টার দিকে খোকনের সঙ্গে তার স্ত্রী ও ছেলেদের সাংসারিক বিষয় নিয়ে কথা-কাটাকাটি হয়। ছেলে কাউছার প্রথমে বাবাকে মারপিট করেন। এক পর্যায়ে টিউবওয়েলের হাতল দিয়ে মাথায় আঘাত করলে ঘটনাস্থলেই মৃত্যু হয় খোকনের। পরে প্রতিবেশীরা ছুটে এলে তিনি পালিয়ে যান।

স্থানীয়রা জানান, কাউছার মাদকাসক্ত। প্রায়ই তিনি বাড়িতে ঝগড়া-বিবাদ করতেন।

সিংগাইরের শান্তিপুর (বাঘুলি) পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ মো. লুৎফর রহমান জানান, খবর পেয়ে পুলিশ নিহতের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জেলা সদর হাসপাতাল মর্গে পাঠায়। এ ঘটনায় মামলার প্রস্ততি চলছে।

বি. এম খোরশেদ/এসআর/এএসএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।