প্রধানমন্ত্রীর উপহার পেলেন নড়াইলের পরিবহন শ্রমিকরা
নড়াইলে মহান মে দিবসে করোনায় কর্মহীন হয়ে পড়া পরিবহন শ্রমিকদের মাঝে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপহার বিতরণ করেছে জেলা প্রশাসন।
শনিবার (১ মে) নড়াইলের বীরশ্রেষ্ঠ নূর মোহম্মদ স্টেডিয়ামে সামাজিক দূরত্ব বজায় রেখে কর্মহীন ১০০ বাস-ট্রাক-মাইক্রোবাস শ্রমিককে এ খাদ্য সামগ্রী দেয়া হয়।

এসময় প্রত্যেক শ্রমিককে ১০ কেজি চাল, এক লিটার তেল, এক কেজি করে ডাল দেয়া হয়। পর্যায়ক্রমে লোহাগড়া ও কালিয়ায় এ উপহার সামগ্রী বিতরণ করা হবে।
শ্রমিকদের হাতে এ উপহার তুলে দেন জেলা প্রশাসক মোহাম্মদ হাবিবুর রহমান, পুলিশ সুপার প্রবীর কুমার রায়, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) ফকরুল হাসান, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা সালমা সেলিম ও নড়াইল জেলা বাস, মিনিবাস, মাইক্রোবাস শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক সাদেক আহম্মেদ খান।
হাফিজুল নিলু/এসএমএম/এএসএম