করোনায় দিনাজপুরে ৫ জনের মৃত্যু

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি দিনাজপুর
প্রকাশিত: ১২:৪৪ পিএম, ০২ মে ২০২১
ফাইল ছবি

দিনাজপুরে গত ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত হয়ে আরও পাঁচজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে জেলায় করোনা আক্রান্ত হয়ে ১১৫ জনের মৃত্যু হলো।

শুক্রবার (৩০ এপ্রিল) সন্ধ্যা থেকে শনিবার (১ মে) সন্ধ্যার মধ্যে তাদের মৃত্যু হয়। নিহতরা সবাই সদর উপজেলার বাসিন্দা।

তারা হলেন, সদর উপজেলার মুসা চৌধুরী (৫৮), হারিসুল ইসলাম (৩০), কান্তা লাল সাহা (৬৫), খলিলুর রহমান (১০১) এবং ওয়াহেদ আলী (৫৬)।

জানা গেছে, ১৮ এপ্রিল কান্তা লাল সাহা, ২১ এপ্রিল মুসা চৌধুরী, ২৫ এপ্রিল হারিসুল ইসলাম, ২৫ এপ্রিল ওয়াহেদ আলী এবং ২৬ এপ্রিল খলিলুর রহমান করোনা আক্রান্ত হন। এরপর থেকে তারা দিনাজপুর এম. আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালের করোনা ইউনিটে চিকিৎসাধীন ছিলেন।

দিনাজপুরের সিভিল সার্জন ডা. আব্দুল কুদ্দুস বিষয়টি নিশ্চিত করেছেন।

এমদাদুল হক মিলন/এএইচ/জিকেএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।