বাড়ির সংস্কার কাজের সময় দেয়াল ধসে ২ শিশুর মৃত্যু

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি দিনাজপুর
প্রকাশিত: ০২:০৩ পিএম, ০২ মে ২০২১

দিনাজপুরের নবাবগঞ্জে মাটির দেয়াল ধসে দুই শিশু নিহত হয়েছে। রোববার (২ মে) সকাল ১০টায় উপজেলার ২নং বিনোদনগর ইউনিয়নের কুটিপাড়া গ্রামে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলো, নবাবগঞ্জের ২নং বিনোদনগর ইউনিয়নের কুটিয়াপাড়া গ্রামের মো. জিয়াউর রহমানের ছেলে শাহরিয়ার রহমান সিয়াম (১০) ও আশরাফুল ইসলামের ছেলে ফাইজুর রহমান হিমেল (৬)।

dinaj2

বিনোদনগর ইউপি চেয়ারম্যান মো. মনোয়ার হোসেন বলেন, রোববার সকালে দুই ভাই মো. জিয়াউর রহমান ও আশরাফুল ইসলাম বাড়ি সংস্কারের জন্য পুরান মাটির দেয়াল ভেঙে ফেলেন। এসময় অসাবধানতাবশত তাদের উভয়ের দুই সন্তান দেয়ালচাপা পড়ে। এতে ঘটনাস্থলেই তারা মারা যায়।

এমদাদুল হক মিলন/এসএমএম/জিকেএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।