বীর মুক্তিযোদ্ধা আব্দুর রউফ খান আর নেই

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি মানিকগঞ্জ
প্রকাশিত: ০৩:৫৬ পিএম, ০২ মে ২০২১

ঢাকার দক্ষিণ-পশ্চিমাঞ্চলের মুক্তিযুদ্ধকালীন ২ নম্বর সেক্টরের উপ-আঞ্চলিক কমান্ডার ও মানিকগঞ্জ-২ আসনের সাবেক সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা অধ্যক্ষ আব্দুর রউফ খাঁন মারা গেছেন।

রোববার (২ মে) ভোর ৪টার দিকে রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকার নিজ বাসভবনে মৃত্যুবরণ করেন তিনি। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮৬ বছর। তিনি দুই সন্তানসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।

মরহুমের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন তার ছোট ভাই শিবালয় উপজেলা আওয়ামীলীগ সভাপতি উপজেলা চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা রেজাউর রহমান খান জানু।

রেজাউর রহমান খান জানু জানান, বীর মুক্তিযোদ্ধা অধ্যক্ষ আব্দুর রউফ খান দীর্ঘদিন ধরে বার্ধক্যজনিত বিভিন্ন রোগে ভুগছিলেন। তিনি নিজ বাসায় চিকিৎসাধীন ছিলেন।

বীর মুক্তিযোদ্ধা মরহুম অধ্যক্ষ আব্দুর রউফ খানের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন জেলা প্রশাসন, জেলা পুলিশ প্রশাসন, জেলা আওয়ামী লীগ, বিএনপি, জাতীয় পার্টি, মুক্তিযোদ্ধাসহ বিভিন্ন স্তরের পেশাজীবী ও রাজনৈতিক নেতৃবৃন্দরা।

বাদ আসর শিবালয় উপজেলার মালুচী হাইস্কুল মাঠে জানাজা শেষে রাষ্ট্রীয় মর্যাদায় পারিবারিক কবরস্থানে দাফন করা হবে।

বি.এম খোরশেদ/আরএইচ/জিকেএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।