১০০ টাকার জন্য শ্যালক-দুলাভাইকে পেটালেন যুবলীগ নেতা

জাগো নিউজ ডেস্ক
জাগো নিউজ ডেস্ক জাগো নিউজ ডেস্ক মোংলা (বাগেরহাট)
প্রকাশিত: ০৯:১১ পিএম, ০২ মে ২০২১

পাওনা ১০০ টাকার জন্য বাগেরহাটের মোংলায় শ্যালক ও দুলাভাইকে বেধড়ক মারধরের অভিযোগ উঠেছে স্থানীয় এক যুবলীগ নেতার বিরুদ্ধে।

এ ঘটনায় রোববার (২ মে) সকালে বাদী হয়ে থানায় একটি অভিযোগ দায়ের করেন ভুক্তভোগী।

অভিযোগ সূত্রে জানা যায়, উপজেলার চাঁদপাই ইউনিয়নের মালগাজী গ্রামের রাশেদ মল্লিকের ছেলে মনির মল্লিকের কাছে পাওনা ১০০ টাকা না পেয়ে তাকে চাঁদপাই ইউনিয়ন যুবলীগের সহ-সভাপতি মো. শাহালম ও তার ভাই মো. মাহালমসহ স্থানীয় কয়েকজন মিলে বেধড়ক মারধর করেন।

এ সময় মনির মল্লিকের দুলাভাই স্থানীয় গরু ব্যবসায়ী মো. খোকন এগিয়ে আসলে তাকেও মারধর করা হয়। এ ঘটনায় খোকন বাদী হয়ে মোংলা থানায় যুবলীগ নেতা শাহালমসহ চারজনের নামে অভিযোগ দেন।

এ ব্যাপারে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইকবাল বাহার চৌধুরী বলেন, ‘অভিযোগের তদন্ত করে ব্যবস্থা নেয়া হবে।’

এ ব্যাপারে অভিযুক্ত শাহালমের বক্তব্য জানতে তাকে ফোন করা হলে সাংবাদিক পরিচয় পেয়ে তিনি লাইন কেটে দেন। এরপর একাধিকবারও চেষ্টা করেও তার বক্তব্য নেয়া সম্ভব হয়নি।

উল্লেখ্য, ইউনিয়ন যুবলীগের নেতা হওয়ার দাপটে গত দুবছর আগে স্থানীয় কোরবান আলী মাদরাসায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত হয়ে শিক্ষার্থীদের মাঝে নতুন বই বিতরণ করে বিতর্কিত ও সমালোচিত হন শাহালম।

মো. এরশাদ হোসেন রনি/এসজে/এমকেএইচ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।