চাপা দেয়ার ২১ দিনের মাথায় জোয়ারের তোড়ে ভেসে উঠল তিমির দেহাবশেষ

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি কক্সবাজার
প্রকাশিত: ১০:৪৪ পিএম, ০২ মে ২০২১

কক্সবাজার সৈকতে মাটিচাপা দেয়ার ২১ দিনের মাথায় জোয়ারের তোড়ে ভেসে উঠেছে মৃত তিমির অর্ধগলিত দেহ। রোববার (২ মে) বিকেলে জোয়ারের ঢেউয়ের তোড়ে মরদেহটির ওপর থেকে মাটি সরে যায় বলে জানান কক্সবাজার দক্ষিণ বন বিভাগের সদর রেঞ্জ কর্মকর্তা সমীর কুমার সাহা।

বিকেল ৫টার দিকে ভাটা নামার পরই মাটিচাপা তিমির দেহাবশেষ দৃশ্যমান হয়। পরে বনকর্মী ও রামু উপজেলা প্রশাসনের উদ্যোগে প্রচেষ্টা চালিয়ে সন্ধ্যার পর সেটিকে আবারও মাটিচাপা দেয়া হয়েছে বলে জানান তিনি।

সদর রেঞ্জ কর্মকর্তা সমীর কুমার সাহা বলেন, গত ৯ ও ১০ এপ্রিল সৈকতের মেরিন ড্রাইভ সড়কের হিমছড়ি এলাকায় দুটি মৃত তিমির দেহ ভেসে আসে। নিয়মানুসারে দেহদুটি মাটিচাপা দেয়া হয় সৈকতেই। পূর্ণিমার জোয়ারের বাড়ন্ত পানি গত কয়েকদিন ধরেই উপকূলের তীর ছুঁয়ে আছড়াচ্ছে। ঢেউয়ের তোড়ে রোববার বেলা ৩টার দিকে দ্বিতীয় তিমিটির মরদেহের অংশবিশেষ দৃশ্যমান হয়ে ওঠে।

তিনি আরও বলেন, স্থানীয় বনকর্মী ও লোকজনের মাধ্যমে খবর পেয়ে রামুর ইউএনও প্রণয় চাকমাসহ ঘটনাস্থলে যাই আমরা। প্রথমে মনে করেছিলাম নতুন কোনো তিমির মরদেহ হয়ত ভেসে এসেছে। এ সময় চারপাশে তীব্র দুর্গন্ধ ছড়িয়ে পড়ে। কিন্তু ভাটা নামার পর দেখলাম এটি নতুন নয়, আগের তিমির অর্ধাংশের ওপর থেকে মাটি সরে গেছে।

তথ্যের সত্যতা নিশ্চিত করে রামু উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) প্রণয় চাকমা বলেন, মাথা ও লেজের অংশটি মাটির ভেতরে থাকলেও মাঝখানের অংশটি ভেসে উঠেছিল। যা থেকে ছড়িয়ে পড়া পচা গন্ধ খুবই ভুগিয়েছে। ভাটার পরে আগের মতো সেটিকে আবারও পুঁতে ফেলা হয়েছে।

রাত ৮টা নাগাদ পুঁতে ফেলার কাজ শেষ হয় বলে উল্লেখ করেন তিনি।

সায়ীদ আলমগীর/এসএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।