মির্জাপুরে বাবার অভিযোগে মাদকাসক্ত ছেলের কারাদণ্ড

জাগো নিউজ ডেস্ক
জাগো নিউজ ডেস্ক জাগো নিউজ ডেস্ক মির্জাপুর (টাঙ্গাইল)
প্রকাশিত: ০৫:২০ পিএম, ০৫ মে ২০২১

টাঙ্গাইলের মির্জাপুরে বাবার অভিযোগে সোনাতন সরকার জীবন (২৬) নামে মাদকাসক্ত ছেলেকে কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। বুধবার (৫ মে) দুপুরে জীবনকে ৩ মাসের বিনাশ্রম কারাদণ্ড দেন মির্জাপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও ভ্রাম্যমাণ আদালতের বিচারক মো. জুবায়ের হোসেন।

জীবনের বাবা উপজেলার তরফপুর ইউনিয়নের গাজেশ্বরী গ্রামের দুলাল সরকার।

আদালত সূত্রে জানা গেছে, ওই যুবক দীর্ঘদিন ধরে মাদকাসক্ত। মাদকের টাকার জন্য প্রতিনিয়ত পরিবারের সদস্যদের ওপর অত্যাচার চালিয়ে আসছিল সে। এতে অতিষ্ঠ হয়ে বাবা দুলাল সরকার টাঙ্গাইল মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরে অভিযোগ করেন। অভিযোগের ভিত্তিতে বুধবার দুপুরে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের উপপরিদর্শক (এসআই) আব্দুল্লা আল মামুন গাজেশ্বরী গ্রাম থেকে সোনাতন সরকার জীবনকে আটক করে ভ্রাম্যমাণ আদালতে হাজির করেন। পরে বিচারক মো. জুবায়ের হোসেন তাকে তিন মাসের কারাদণ্ড দেন।

ভ্রাম্যমাণ আদালতের বিচারক বলেন, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের এক কর্মকর্তার অভিযোগের ভিত্তিতে মাদকাসক্ত ওই যুবককে তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড দেয়া হয়েছে।

এস এম এরশাদ/এসএস/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।