চাঁপাইনবাবগঞ্জে ৬ জুয়াড়ি গ্রেফতার
চাঁপাইনবাবগঞ্জে জুয়া খেলার দায়ে ছয় জুয়াড়িকে গ্রেফতার করেছে র্যাব। এসময় জুয়া খেলার উপকরণসহ নগদ সাত হাজার ১৪৫ টাকা জব্দ করা হয়।
বুধবার (৫ মে) দিবাগত রাত পৌনে ১টায় চাঁপাইনবাবগঞ্জ পৌর এলাকার দ্বারিয়াপুর ঈদগাহপাড়ায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।
গ্রেফতাররা হলেন, চাঁপাইনবাবগঞ্জ পৌর এলাকার দ্বারিয়াপুর ঈদগাহপাড়ার তানভির আহম্মেদ সাগর (২১), একই এলাকার মেরাজ (১৮), একই মহল্লার ফুয়াদ আলী (২১), শহিদুল ইসলাম (৩৯), হরিপুর-শিবপুর মহল্লার হাসান আলী সজিব (১৯) ও রাজশাহীর গোদাগাড়ির বালিয়াঘাটা হাসপাতাল পাড়া এলাকার সোহেল রানা (২৬)।
বৃহস্পতিবার (৬ মে) সকালে চাঁপাইনবাবগঞ্জ র্যাব-৫ ক্যাম্পের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, বুধবার দিবাগত রাত পৌনে ১টার দিকে পৌর এলাকার দ্বারিয়াপুর ঈদগাহপাড়ায় গ্রেফতার তানভীরের বাড়িতে অভিযান চালায় র্যাব। এসময় মাদক সেবন ও জুয়া খেলারত অবস্থায় ছয় জুয়াড়িকে গ্রেফতার করে।
এ ঘটনায় সদর মডেল থানায় মামলা করা হয়েছে।
এসএমএম/এএসএম