ভারতফেরত করোনা রোগীকে ছাড়পত্র, সহকারী সার্জনকে শোকজ

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি নওগাঁ
প্রকাশিত: ০৩:৪০ পিএম, ০৬ মে ২০২১

ভারতফেরত আবু হেনাকে (৪২) নামে এক রেগীকে নিয়মবর্হিভূত ছাড়পত্র (রিলিজ) দেয়ায় নওগাঁ সদর হাসপাতালের সহকারী সার্জন ডা. গোলাম রাব্বানীকে শোকজ করা হয়েছে।

মঙ্গলবার (৪ মে) জরুরি সভায় তাকে শোকজ করা হয়। ভারতফেরত আবু হেনা নওগাঁ শহরের প্রাণকেন্দ্র চকদেবপাড়া মহল্লার হুমায়ন কবিরের ছেলে।

রোববার (২ মে) আবু হেনাকে নওগাঁ সদর হাসপাতাল থেকে রিলিজ দেয়া হয়। বিষয়টি নিশ্চিত করেছেন সদর হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. মোহাম্মদ সাঈদুল হক।

হাসপাতাল সূত্রে জানা গেছে, গত ৩ এপ্রিল ভারতে চিকিৎসার জন্য যান আবু হেনা। সেখানে ওপেন হার্ট সার্জারি শেষে ২৭ এপ্রিল দেশে ফেরেন। এরপর থেকে তিনি হাসপাতালের আইসোলেশনে ছিলেন। ৩০ এপ্রিল সকাল ৭টা ২০ মিনিটে নওগাঁ সদর হাসপাতালে অ্যান্টিজেন ও পিসিআর দুই পদ্ধতিতে করোনা টেস্টের জন্য নমুনা দেন। অ্যান্টিজন পদ্ধতিতে তাৎক্ষণিক রিপোর্ট নেগেটিভ আসে। আর পিসিআর টেস্টের জন্য রিপোর্ট রাজশাহীতে পাঠায় হাসপাতাল কর্তৃপক্ষ।

পিসিআর টেস্টের রিপোর্ট আসতে বিলম্ব হওয়ায় রোববার (২ মে) সন্ধ্যায় আবু হেনাকে হাসপাতাল থেকে ছাড়পত্র দেন সহকারী সার্জন ডা. গোলাম রাব্বানী।

আবু হেনা বলেন, অ্যান্টিজেন পদ্ধতিতে রিপোর্টে নেগেটিভ আসা এবং শারীরিক অসুস্থতা না থাকায় জেলা প্রশাসক, সিভিল সার্জন ও সদর উপজেলা নির্বাহীসহ অনেককে অনুরোধ করে হাসপাতাল থেকে রিলিজ নিয়ে বাসায় আসি। এরপর থেকে সরকারি নিয়ম মেনে বাসাতেই কোয়ারেন্টাইনে রয়েছি। বর্তমানে শারীরিক কোনো সমস্যা নেই।

নওগাঁ সদর হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. সাঈদুল হক বলেন, অ্যান্টিজেন পদ্ধতিতে রিপোর্ট নেগেটিভ এলেও পিসিআর পদ্ধতিতে সোমবার (৩ মে) আবু হেনার করোনার পজেটিভ রিপোর্ট আসে। এ ঘটনায় আমরা উদ্বিগ্ন হয়ে আবু হেনার খোঁজ নিতে গিয়ে দেখি তিনি হাসপাতালে নেই। নিয়মবর্হিভূত ছাড়পত্র দেয়ায় জরুরি সভায় সহকারী সিভিল সার্জনকে শোকজ করা হয়।

নওগাঁ সিভিল সার্জন ডা. এবিএম আবু হানিফ বলেন, আবু হেনা কাউকে না জানিয়ে ছাড়পত্র নিয়ে বাসায় গেছেন। তার করোনা পজিটিভ আসার ঘটনাটি জানতে পেরে আমরা তার বাড়ি যায়। তাকে হাসপাতালে চিকিৎসা সেবা নেয়ার অনুরোধ করলেও ফিরিয়ে আনা সম্ভব হয়নি। তিনি বাসাতেই কোয়ারেন্টাইনে থাকবেন বলে জানিয়েছেন।

এ বিষয় সহকারী সার্জন ডা. গোলাম রাব্বানীর সঙ্গে কথা বলতে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলে তিনি ফোন রিসিভ করেননি।

আব্বাস আলী/এএইচ/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।