তৃতীয় লিঙ্গের ৩১ জন পেলেন প্রধানমন্ত্রীর উপহার
ঈদুল ফিতর উপলক্ষে টাঙ্গাইলের মির্জাপুরে তৃতীয় লিঙ্গের ৩১ জনকে প্রধানমন্ত্রীর উপহার দেয়া হয়েছে।
বৃহস্পতিবার (৬ মে) সকালে উপজেলা পরিষদের চেয়ারম্যান মীর এনায়েত হোসেন মন্টু এ ঈদ সামগ্রী বিতরণ করেন।
উপহার হিসেবে ছিল- দুই কেজি পোলাও চাল, এক প্যাকেট সেমাই, এক কেজি চিনি, ২০০ গ্রাম গুঁড়া দুধ ও এক লিটার সয়াবিন তেল।
এ সময় আরও উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. হাফিজুর রহমান, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. জুবায়ের হোসেন, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মীর্জা শামীমা আক্তার শিফা ও আজাহারুল ইসলাম, মুক্তিযোদ্ধা সিদ্দিকুর রহমান প্রমুখ।
এস এম এরশাদ/এসজে/জিকেএস