সড়ক পরিবহন মালিক গ্রুপের নির্বাচন অনির্দিষ্টকালের জন্য স্থগিত

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি চাঁপাইনবাবগঞ্জ
প্রকাশিত: ০৯:৩৮ পিএম, ০৬ মে ২০২১

মহামারি করোনার কারণে অনির্দিষ্টকালের জন্য স্থগিত করা হয়েছে চাঁপাইনবাবগঞ্জ জেলা সড়ক পরিবহন মালিক গ্রুপের দ্বিবার্ষিক নির্বাচন।

বৃস্পতিবার (৬ মে) সকালে চাঁপাইনবাবগঞ্জ জেলা সড়ক পরিবহন মালিক গ্রুপের নির্বাচনী বোর্ড এ ঘোষণা দেন।

নির্বাচনী বোর্ডের চেয়ারম্যান অ্যাডভোকেট আনোয়ার হোসেন ডলার বলেন, আপাতত নির্বাচন স্থগিতের সিদ্ধান্ত নিয়েছি। করোনা পরিস্থিতি স্বাভাবিক হলে ১০ কার্যদিবস সময় হাতে রেখে নির্বাচনের তারিখ ঘোষণা করা হবে। তবে সেসময় প্রতিদ্বন্দ্বীদের প্রার্থিতা বা প্রতীকের কোনো পরিবর্তন হবে না।

প্রসঙ্গত, এপ্রিল থেকে করোনা পরিস্থিতির ভয়াবহ অবনতি ঘটে। বৈশ্বিক মহামারি করোনার দ্বিতীয় ঢেউয়ে বিপর্যয়কর পরিস্থিতির মধ্যে নির্বাচনের আয়োজন করায় সমালোচনার ঝড় ওঠে। একদিকে মহামারি অন্যদিকে রমজানে ভোটারদের কেন্দ্রে উপস্থিত করা এবং স্বাস্থ্যঝুঁকি নিয়ে সংশয় প্রকাশ করেন প্রার্থীরা।

এএইচ/জিকেএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।