চাঁপাইনবাবগঞ্জে ধানক্ষেতে মিলল যুবকের মরদেহ

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি চাঁপাইনবাবগঞ্জ
প্রকাশিত: ১২:৫৯ পিএম, ০৭ মে ২০২১

চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে জুয়েল মার্ডি (২০) নামে এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার (৭ মে) সকালে উপজেলার রহনপুর ইউনিয়নের তেঁতুলতলা গ্রামের একটি ধানক্ষেত থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

নিহত জুয়েল মার্ডি উপজেলার রাধানগর ইউনিয়ন বেলডাঙ্গা গ্রামের সুধির মার্ডির ছেলে।

গোমস্তাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দিলীপ কুমার দাস জানান, সকালে স্থানীয়রা মরদেহটি দেখতে পেয়ে পুলিশকে খবর দেন। পরে পুলিশ মরদেহ উদ্ধার করে মায়নাতদন্তের জন্য হাসপাতালে পাঠায়। নিহতেরে পেটে কাটা চিহ্ন রয়েছে। রাতের কোনো একসময় তাকে হত্যা করে ফেলে গেছে দুর্বৃত্তরা।

তিনি আরও বলেন, এ বিষয়ে পুলিশের অপরাধ তদন্ত বিভাগকে (সিআইডি) জানানো হয়েছে।

আরএইচ/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।