১১ হাজার মানুষকে খাদ্যসামগ্রী দিলেন হানিফ

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি কুষ্টিয়া
প্রকাশিত: ০২:২৯ পিএম, ০৭ মে ২০২১

আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ বলেছেন, ‘করোনা দুর্যোগে যেখানে বিশ্বের উন্নত দেশগুলো হিমশিম খেয়ে গেছে, লাখ লাখ লোক মারা যাচ্ছে, কোটি মানুষ আক্রান্ত, সেখানে আমাদের মতো দেশে সীমিত সম্পদ নিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে অত্যন্ত দক্ষতার সঙ্গে সরকার, চিকিৎসক এবং বিশেষজ্ঞরা করোনা মোবাবিলা করতে সক্ষম হয়েছেন। বিশ্বের বিভিন্ন দেশের কাছে তা প্রশংসিত হয়েছে।’

তিনি বলেন, ‘তারপরও আমাদের সফলতা নিয়ে যারা সমালোচনা করছেন তারা যখন গুরুত্বপূর্ণ পদে ছিলেন তখন দায়িত্ব কত ভালোভাবে পালন করেছেন তা দেখা প্রয়োজন।’

বৃহস্পতিবার ব্যবসায়ীদের সহযোগিতায় কুষ্টিয়ার শেখ রাসেল স্টেডিয়ামে প্রায় ১১ হাজার অসহায় কর্মহীন মানুষের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

করোনা টিকা সংগ্রহ প্রসঙ্গে তিনি বলেন, ‘টিকা নিয়ে কোনো সংকট নেই। সরকার চেষ্টা চালিয়ে যাচ্ছে। আগামী জুন-জুলাইয়ের মধ্যে বিভিন্ন সোর্স থেকে দেশে পর্যাপ্ত টিকা নিয়ে আসা হবে।’

হেফাজত প্রসঙ্গে হানিফ বলেন, ‘একটি ঘটনা ঘটার পরে সেটা নিয়ে বিভিন্নভাবে তদন্ত শুরু হয় এবং আরও বেশি তথ্য
উপাত্ত পাওয়া যায়। হেফাজতের ক্ষেত্রেও তেমনটিই হয়েছে। মামুনুল কাণ্ডের পর আইনশৃঙ্খলা বাহিনীর তদন্তে হেফাজতের বিভিন্ন পর্যায়ের নেতাদের বিরুদ্ধে দেশবিরোধী বিভিন্ন অপকর্মসহ নারী কেলেংকারির অভিযোগ পাওয়া যায়।’

খাদ্যসামগ্রী বিতরণকালে কুষ্টিয়া-৪ (কুমারখালী-খোকসা) আসনের সংসদ সদস্য ব্যারিস্টার সেলিম আলতাফ জর্জ, কুষ্টিয়া চেম্বার অব কমার্সের সভাপতি হাজী রবিউল ইসলাম, জেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ সদর উদ্দিন খান, সাধারণ সম্পাদক আজগর আলী, শহর আওয়ামী লীগের সভাপতি তাইজাল আলী খান, সাধারণ সম্পাদক আতাউর রহমান আতা, নাগরিক পরিষদের সভাপতি ডা. এস এম মুস্তানজীদ প্রমুখ উপস্থিত ছিলেন।

আল-মামুন সাগর/এমএইচআর/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।