মাস্ক না পরা ও রাত ৮টার পর দোকান খোলা রাখায় ৯০ হাজার জরিমানা

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি নোয়াখালী
প্রকাশিত: ০২:৫৮ এএম, ০৮ মে ২০২১

নোয়াখালীতে সরকারি বিধি অমান্য করে রাত ৮টার পর দোকান-শপিংমল খোলা রাখা ও মাস্ক না পরায় ৯০ হাজার ৫০০ টাকা জরিমানা আদায় করা হয়েছে।

শুক্রবার (৭ মে) ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে ১৮টি মামলা দিয়ে ওই জরিমানা আদায় করা হয়।

জেলা প্রশাসনের সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সৈকত রায়হান শুক্রবার রাতে এতথ্য নিশ্চিত করেন।

তিনি বলেন, জেলা সদর ও অন্যান্য উপজেলাগুলোতে মাস্ক পরিধান নিশ্চিতকরণ ও স্বাস্থ্যবিধি মেনে চলার বিষয়ে ভ্রাম্যমাণ আদালত পরিচালন করা হয়। এসময় সাতটি অভিযানে স্বাস্থ্যবিধি না মানা ও রাত ৮টার পর দোকানপাট-শপিংমল খোলা রাখার অপরাধে ১৮টি মামলায় ৯০ হাজার ৫০০ টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।

এসআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।