নোয়াখালীতে মেম্বার প্রার্থীকে কুপিয়ে হত্যা : আটক ৭
নোয়াখালীর হাতিয়ার সোনাদিয়া ইউনিয়নের চরচেঙ্গা বাজারে মেম্বার প্রার্থী মো. জোবায়ের হোসেনকে (৪৫) কুপিয়ে হত্যার ঘটনায় সাতজনকে আটক করেছে পুলিশ।
শুক্রবার (৭ মে) বিকেল ৪টা থেকে রাত সাড়ে ৯টা পর্যন্ত বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের আটক করে পুলিশ।
হাতিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবুল খায়ের শুক্রবার রাত সাড়ে ৯টায় বিষয়টি নিশ্চিত করেন।
তিনি জানান, হাতিয়া থেকে পালিয়ে যাওয়ার সময় ভোলার মনপুরা থেকে স্থানীয় কোস্টগার্ড ও পুলিশ সোনাদিয়া ইউনিয়নের ৪নং ওয়ার্ডের ওমর ফারুক (৪৫), রাশেদ (৩২) ও খোকনসহ তিনজনকে আটক করে হাতিয়া থানায় সোপর্দ করা হয়।
এছাড়াও বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে আরো চারজনকে আটক করে পুলিশ।
ওসি আবুল খায়ের আরও বলেন, সাতজনকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করেছে পুলিশ। বিষয়টি খতিয়ে দেখে তাদের বিরুদ্ধে আইনি প্রদক্ষেপ নেয়া হবে।
উল্লেখ্য, নোয়াখালীর হাতিয়ার সোনাদিয়া ইউনিয়ন পরিষদ সংলগ্ন চরচেঙ্গা বাজারে শুক্রবার (৭ মে) সকাল ১১টায় পূর্ব শক্রতার জেরে মেম্বার প্রার্থী মো. জোবায়ের হোসেনকে কুপিয়ে হত্যা করে সন্ত্রাসীরা।
এসএমএম/এমএস