নোয়াখালীতে মেম্বার প্রার্থীকে কুপিয়ে হত্যা

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি নোয়াখালী
প্রকাশিত: ০২:৪৪ পিএম, ০৭ মে ২০২১
ফাইল ছবি

নোয়াখালীর হাতিয়ায় পূর্ব শক্রতার জেরে মো. জোবায়ের হোসেন (৪৫) নামের এক মেম্বার প্রার্থীকে কুপিয়ে হত্যা করেছে সন্ত্রাসীরা। এ ঘটনায় তিনজন আহত হয়েছেন। তারা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি রয়েছেন।

শুক্রবার (৭ মে) বেলা ১১টায় উপজেলার সোনাদিয়া ইউনিয়ন পরিষদ সংলগ্ন চরচেঙ্গা বাজারে এ ঘটনা ঘটে।

নিহত জোবায়ের উপজেলার সোনাদিয়া ইউনিয়নের ৫নং ওয়ার্ডের মৃত তাহের মিয়ার ছেলে। তিনি স্থগিতকৃত সোনাদিয়া ইউপি নির্বাচনে ৫নং ওয়ার্ডের মেম্বার প্রার্থী ছিলেন।

আহতরা হলেন, নিহতের ছেলে জীবন (২২), মেহেদী (২৫), রাজু (৩৫)। আহতের মধ্যে রাজুর অবস্থা আশঙ্কাজনক।

নিহতের ছেলে জীবন অভিযোগ করে বলেন, সোনাদিয়া ইউপির ১নং ওয়ার্ডের মেম্বার ও বর্তমান চেয়ারম্যান মো. নুরুল ইসলামের শালা সন্ত্রাসী আবদুল বাতেন ও তার সহযোগী সুজন, ফকির, জামাল, শাহেদের নেতৃত্বে একদল সন্ত্রাসী চরচেঙ্গা বাজারে বাবাকে ধারালো অস্ত্র দিয়ে শরীরের বিভিন্নস্থানে কুপিয়ে হত্যা করে।

পরে স্থানীয়রা তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করে।

সোনাদিয়া ইউপি চেয়ারম্যান মো.নুরুল ইসলাম বলেন, জেলেদের চাল বিতরণ নিয়ে বাগ-বিতণ্ডার জেরে এ ঘটনা ঘটেছে। জোবায়েরের নেতৃত্বে জেলেদের চাল ছিনিয়ে নেয়ার চেষ্টা করলে সংঘর্ষে তার মৃত্যু হয়।

তবে তিনি দাবি করেন, মেম্বার আবদুল বাতেন তার শালা হওয়ায় তার নাম এ ঘটনায় জড়ানো হচ্ছে।

হাতিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল খায়ের বিষয়টি নিশ্চিত করে বলেন, পুলিশ বিষয়টি খতিয়ে দেখছে। ময়নাতদন্তের জন্য মরদেহ নোয়াখালী জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হচ্ছে। এ ঘটনায় আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন।

এসএমএম/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।