মানবিক কারণে ছাড়া পেল আটকে রাখা দূরপাল্লার বাস

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি সিরাজগঞ্জ
প্রকাশিত: ০৮:৪৮ পিএম, ০৮ মে ২০২১

দূরপাল্লার বাস আটকে দেয়ায় ঢাকা-উত্তরবঙ্গ মহাসড়কের বঙ্গবন্ধু সেতু পশ্চিম প্রান্ত থেকে সিরাজগঞ্জের নকলা মোড় পর্যন্ত যানজট দেখা দেয়। এতে পণ্যবাহী ট্রাকের দীর্ঘ সারি পড়ে যায়। ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে কথা বলে মানবিক কারণে দূরপাল্লার আটকে রাখা বাসগুলো ছেড়ে দেয়া হয়েছে। এতে যান চলাচল স্বাভাবিক হয়।

শনিবার (৮ মে) রাত পৌনে ৮টার দিকে সিরাজগঞ্জ ট্রাফিক বিভাগের ইন্সপেক্টর (টিআই) মো. আব্দুল গণি বিষয়টি নিশ্চিত করেন।

তিনি বলেন, ‘সরকারি নির্দেশনা অমান্য করে অনেক দূরপাল্লার বাস চলার চেষ্টা করলে সিরাজগঞ্জের মহাসড়কে আটকে দেয়া হয়। অনেকে ফাকি দিয়ে গেলেও টোল প্লাজায় গিয়ে আটকে যায়। এদের মধ্যে অনেকেই দুদিন হলো এখানে আটকে ছিল। পরে কর্তৃপক্ষের সঙ্গে কথা বলে মানবিক কারণে দূরপাল্লার বাসগুলো ছেড়ে দেওয়ার পরে মহাসড়কে এখন যান চলাচল স্বাভাবিক হয়েছে।’

jagonews24

ইন্সপেক্টর আব্দুল গণি বলেন, ‘আজকের পর আর কোনো দূরপাল্লার বাস কোনোভাবেই ছাড় দেয়া হবে না।’

উল্লেখ্য, মহাসড়কে দূরপাল্লার বাস চলাচলের চেষ্টা করলে সরকারি নির্দেশনা অনুযায়ী বাসগুলো আটকে দেয়া হয়। এতে শনিবার (৮ মে) দুপুর থেকে সন্ধ্যা পর্যন্ত উত্তরবঙ্গ-ঢাকা মহাসড়কের সিরাজগঞ্জের বঙ্গবন্ধু সেতু পশ্চিম গোলচত্বর থেকে নলকা এলাকা পর্যন্ত প্রায় ১০ কিলোমিটার এলাকাজুড়ে ব্যক্তিগত গাড়ির পাশাপাশি ট্রাকের দীর্ঘ সারি ও যানজটের সৃষ্টি হয়।

ইউসুফ দেওয়ান রাজু/এসজে/এমকেএইচ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।