হাইফ্লো ন্যাজাল ক্যানোলা বিতরণ করলেন ভোলা জেলা প্রশাসক

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি ভোলা
প্রকাশিত: ০৪:২৭ পিএম, ০৯ মে ২০২১

কোভিড-১৯ মোকাবেলায় ভোলা সদর হাসপাতালে দুটি হাইফ্লো ন্যাজাল ক্যানোলা বিতরণ করেছেন ভোলা জেলা প্রশাসক মো. তৌফিক ই-লাহী চৌধুরী। রোববার (৯ মে) সকালে সিভিল সার্জন ডা. সৈয়দ রেজাউল ইসলামের হাতে হাইফ্লো ন্যাজাল ক্যানোলা হস্তান্তর করেন তিনি।

এ বিষয়ে জেলা প্রশাসক মো. তৌফিক ই-লাহী চৌধুরীর জাগো নিউজকে জানান, করোনা পরিস্থিতি মোকাবেলায় নাভানা গ্রুপের আরাফাত রহমান বান্টি দুটি হাইফ্লো ন্যাজাল ক্যানোলা দিয়েছেন। সেগুলো সিভিল সার্জনের হাতে তুলে দেয়া হয়েছে।

এরআগে সরকারিভাবে ভোলা ২৫০ শয্যা সদর হাসপাতলের জন্য তিনটি আইসিইউ বেড ও ছয়টি হাইফ্লো ন্যাজাল ক্যানোলা, তিনটি ভেন্টিলেটর ও পাঁচটি অক্সিজেন কনসেনট্রেটর দেয়া হয়।

এসময় ভোলা অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) সুজিত হাওলাদার, সদর উপজেলার নির্বাহী অফিসার মো. মিজানুর রহমানসহ প্রমুখ উপস্থিত ছিলেন।

জুয়েল সাহা বিকাশ/আরএইচ/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।