কাপ্তাই হ্রদের জেলেদের মাঝে ভিজিএফের খাদ্য বিতরণ
কাপ্তাই হ্রদের জেলেদের মাঝে ভিজিএফের খাদ্য সহায়তা বিতরণ করা হয়েছে। রোববার (৯ মে) দুপুরে কাপ্তাইয়ের ৬৮৮ জেলের মাঝে জনপ্রতি ২০ কেজি করে চাল বিতরণ করা হয়।
খাদ্য বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খাদ্য মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি দীপংকর তালুকদার। কাপ্তাই ইউনিয়ন সংলগ্ন রিভারভিউ পার্কে তিনি জেলেদের হাতে এ সহায়তা তুলে দেন।
এসময় দীপংকর তালুকদার জেলেদেরকে তিন মাস ধরে কাপ্তাই হ্রদে মৎস্য শিকার বন্ধ থাকাকালীন সময় বিকল্প কাজ করার আহ্বান জানান।
কাপ্তাই ইউনিয়ন পরিষদের আয়োজনে উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মুনতাসির জাহানের সভাপতিত্বে এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন জেলা পরিষদের সদস্য অংসুইছাইন চৌধুরী ও দীপ্তিময় তালুকদার, উপজেলা পরিষদের চেয়ারম্যান মফিজুল হক, সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা জনাব সঞ্জয় দেবনাথসহ অন্যান্য নেতৃবৃন্দ।
শংকর হোড়/এসএমএম/এমকেএইচ