ত্যাগে যে আনন্দ তা ভোগে নেই

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি দিনাজপুর
প্রকাশিত: ০৭:০৭ পিএম, ১২ মে ২০২১

জাতীয় সংসদের হুইপ ইকবালুর রহিম বলেছেন, ভোগকে পরিহার করে ত্যাগের মহিমায় নিজেদের মনকে তৈরি করতে হবে। তাহলেই ইহকাল এবং পরকাল সুখময় হবে। বঙ্গবন্ধু সারাজীবন ত্যাগ করে নিজের জীবনকে উৎসর্গ করেছেন। তিনি প্রমাণ করেছেন ত্যাগে যে আনন্দ ভোগে তা নেই।

বুধবার (১২ মে) দিনাজপুর সদর উপজেলা পরিষদ মিলনায়তনে সদর উপজেলা প্রশাসনের আয়োজনে ঐচ্ছিক তহবিলের অর্থ বিতরণ অনুষ্ঠানে হুইপ ইকবালুর রহিম এসব কথা বলেন।

দিনাজপুর সদর উপজেলা পরিষদের নির্বাহী অফিসার এস এইচ এম মাগফুরুল হাসান আব্বাসীর সভাপতিত্বে এ সময় বক্তব্য রাখেন দিনাজপুর সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. ইমদাদ সরকার, ভাইস চেয়ারম্যান রবিউল ইসলাম সোহাগ, মহিলা ভাইস চেয়ারম্যান জেসমিন আরা জোস্না, সহকারী কমিশনার (ভূমি) এবং নির্বাহী ম্যাজিস্ট্রেট মুহা. শাহানুর জামান, দিনাজপুর শহর আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি মো. রায়হান কবীর সোহাগ, সাধারণ সম্পাদক এস এম খালেকুজ্জামান রাজু প্রমুখ।

এমদাদুল হক মিলন/এএইচ/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।