জয়পুরহাটে করোনার টিকা পাবেন আর মাত্র ২০১০ জন

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি জয়পুরহাট
প্রকাশিত: ১২:৩১ পিএম, ১৩ মে ২০২১
ফাইল ছবি

জয়পুরহাটে করোনার ভ্যাকসিনের দ্বিতীয় ডোজ পাবেন আর মাত্র দুই হাজার ১০ জন।জয়পুরহাট সিভিল সার্জন ডা. ওয়াজেদ আলী বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, জয়পুরহাটে প্রথম ডোজ ৩২ হাজার ৪৫৫ ও দ্বিতীয় ডোজের ভ্যাকসিন ২১ হাজার ৪২৭ মানুষকে দেয়া হয়েছে। এর মধ্যে জয়পুরহাট সদরে প্রথম ডোজ ১৩ হাজার ৭৮ ও দ্বিতীয় ডোজ ৯ হাজার ৮৫, পাঁচবিবিতে প্রথম ডোজ সাত হাজার ৬৫২ ও দ্বিতীয় ডোজ চার হাজার ৫৯২, কালাইয়ে প্রথম ডোজ পাঁচ হাজার ১৫ ও দ্বিতীয় ডোজ দুই হাজার ৯৮০, আক্কেলপুরে প্রথম ডোজ তিন হাজার ৭১৯ ও দ্বিতীয় ডোজ দুই হাজার ৪১৩ এবং ক্ষেতলালে প্রথম ডোজ দুই হাজার ৯৭১ ও দ্বিতীয় ডোজ এক হাজার ৮৫৭ জন নিয়েছেন।এখন দ্বিতীয় ডোজের ২০১০ ভায়াল ভ্যাকসিন বাকি রয়েছে।

জয়পুরহাট সিভিল সার্জন অফিসের সিনিয়র মেডিকেল টেকনোলজিস্ট শ্যামল কুমার জানান, জয়পুরহাটে এ পর্যন্ত ১৪ হাজার ৪৪৯ ব্যক্তির নমুনা পরীক্ষা করা হয়েছে। এর মধ্যে ১৬০০ জনের করোনা শনাক্ত হয়েছে। মারা গেছেন ১১ জন। এছাড়া ১৬০০ জন সুস্থ হয়েছেন।

রাশেদুজ্জামান/এএইচ/এমকেএইচ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।