নোয়াখালীর তিন গ্রামে ঈদের নামাজ আদায়
নোয়াখালীর সদর ও বেগমগঞ্জ উপজেলার তিন গ্রামের পবিত্র ঈদুল ফিতরের নামাজ আদায় করেছেন মুসল্লিরা।
বৃহস্পতিবার (১৩ মে) সকালে সৌদি আরবের সঙ্গে মিল রেখে তারা ঈদুল ফিতরের নামাজ আদায় করেন।
নোয়াখালী পুলিশ সুপার আলমগীর হোসেন বলেন, সদর উপজেলায় একটি ও বেগমগঞ্জের দুটি মসজিদে সকাল সাড়ে ৮টায় ঈদের জামায়াত অনুষ্ঠিত হয়েছে। তিনটি জামায়াতে আনুমানিক ২০০ মুসল্লি অংশ নেন।
এএইচ/এমকেএইচ