বোনাসের দাবিতে দিনাজপুরে চালক-শ্রমিকদের অবরোধ
ঈদ বোনাসের দাবিতে দিনাজপুরের নয়নপুরে মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন ট্রাকচালক ও শ্রমিকরা। এতে দিনাজপুর-রংপুর মহাসড়কে প্রায় দুই ঘণ্টা চলাচল বন্ধ হয়ে যায়। পরে নেতাদের বোনাস দেয়ার আশ্বাসে অবরোধ তুলে নেয় শ্রমিকরা।
বৃহস্পতিবার (১৩ মে) দুপুর ১টা থেকে ৩টা পর্যন্ত ট্রাক ও ট্যাঙ্কলরি শ্রমিক ইউনিয়নের সামনের মহাসড়কে ট্রাক রেখে ব্যারিকেড দিয়ে এ অবরোধ করেন তারা।
ট্রাকচালক শফির উদ্দিন শাহ রুবেল বলেন, ৩০ বছর ধরে গাড়ি চালাই। সংগঠন থেকে প্রতিবছর ঈদের জন্য একটা বোনাস থাকে চালক ও শ্রমিকদের জন্য। নেতারা চালক ও শ্রমিকদের সেই টাকা না দিয়ে নামধারী শ্রমিক ওয়ার্কসপ মালিক মোজাফফর, পান দোকানদার চুন্নু, ভ্যানচালক গোলাপদের দিয়ে দিয়েছেন। যারা প্রকৃত চালক ও শ্রমিক তারা এ বোনাস পাচ্ছেন না।

আরেক ট্রাকচালক মোস্তাফিজ বলেন, নেতারা ঈদ বোনাস দেয়ার কথা বলে আমাদের ডেকেছেন। এখানে এসে দেখছি তালিকায় আমাদের নাম নেই। যারা এ সংগঠনের সদস্য না, তাদের ঈদ বোনাসের টাকা দিচ্ছে। অথচ ১০ বছর ধরে পঙ্গু হয়ে থাকা শ্রমিককে নেতারা টাকা দিচ্ছেন না। এজন্য আমরা অবরোধ করেছি।
এদিকে শ্রমিকদের অবরোধধে ভোগান্তিতে পড়েছেন সাধারণ মানুষরা। বীরগঞ্জ থেকে আসা শফিক বলেন, বাসা থেকে জরুরি কাজে দিনাজপুর এসেছি। এখানে শ্রমিকরা রাস্তায় ট্রাক রেখে ব্যারিকেড দিয়ে রেখেছে। যানবাহন চলাচল করতে পারছে না। ফলে গাড়ি থেকে হেঁটে শহরে যাচ্ছি।

জানতে চাইলে দিনাজপুর জেলা ট্রাক ও ট্যাঙ্কলরি শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক সাদাকাতুল বারী সাদার সঙ্গে মোবাইলে যোগাযোগের চেষ্টা করা হলেও পাওয়া যায়নি।
দিনাজপুর কোতয়ালি থানার ওসি (তদন্ত) আসাদুজ্জামান আসাদ বলেন, ‘বোনাস দেয়া হবে এমন আশ্বাসে ট্রাকচালক ও শ্রমিকরা অবরোধ তুলে নিয়েছে। এখন পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।’
এমদাদুল হক মিলন/এএএইচ/জিকেএস