সীমান্তে পিস্তল-গুলিসহ পৌনে ২ কেজি হেরোইন জব্দ

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি চাঁপাইনবাবগঞ্জ
প্রকাশিত: ০৫:৩০ পিএম, ১৩ মে ২০২১

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জের আজমতপুর সীমান্তে পিস্তল-গুলিসহসহ হেরোইন জব্দ করেছে বিজিবি।

বুধবার (১২ মে) রাতে অভিযান চালিয়ে দুটি পিস্তল ও পৌনে দুই কেজি হেরোইন জব্দ করা হয়।

চাঁপাইনবাবগঞ্জের ৫৯ বিজিবির অধিনায়ক লে. কর্নেল আমীর হোসেন মোল্লা জানান, গোপন সংবাদের ভিত্তিতে রাত ১২টায় আজমতপুর সীমান্তে অবস্থান নেয়া হয়। এসময় কয়েকজন চোরাকারবারি অস্ত্র ও হেরোইন বিনিময় করছিল। বিজিবির উপস্থিতি টের পেয়ে তারা সেগুলো ফেলে পালিয়ে যায়। পরে সেখান থেকে দুটি পিস্তল, ১২ রাউন্ড গুলি, চারটি ম্যাগজিন ও পৌনে দুই কেজি হেরোইন জব্দ করা হয়। তবে কাউকে আটক করা যায়নি।

বিজিবি অধিনায়ক আরও জানান, করোনা পরিস্থিতিতে সীমান্তে নজরদারি কমেছে ভেবে চোরাকারবরিরা সুযোগ নেয়ার চেষ্টা করছে। কিন্তু সীমান্তে কড়া নজরদারি করছে বিজিবি।

এএইচ/জিকেএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।