কাপড় ইস্ত্রি করতে গিয়ে গৃহবধূর মৃত্যু

জাগো নিউজ ডেস্ক
জাগো নিউজ ডেস্ক জাগো নিউজ ডেস্ক কালীগঞ্জ (গাজীপুর)
প্রকাশিত: ০১:০৬ পিএম, ১৪ মে ২০২১
ফাইল ছবি

গাজীপুরের কালীগঞ্জ উপজেলায় কাপড় ইস্ত্রি করতে গিয়ে বৈদ্যুতিক দুর্ঘটনায় মোকলেছা বেগম (৩০) নামে গৃহবধূর মৃত্যু হয়েছে। নিহত মোকলেছা উপজেলার জামালপুর ইউনিয়নের চুপাইর গ্রামের মো. মোমেন সরকারের স্ত্রী।

শুক্রবার (১৪ মে) সকালে এ দুর্ঘটনা ঘটে। জাগো নিউজকে বিষয়টি নিশ্চিত করেছেন স্থানীয় ইউনিয়ন পরিষদ (ইউপি) চেয়ারম্যান মো. মাহবুবুর রহমান ফারুক মাস্টার।

নিহতের পরিবারের বরাত দিয়ে ইউপি চেয়ারম্যান জানান, সকাল ৯টার দিকে বাড়ির পুরুষরা সবাই ঈদের নামাজের জন্য চলে গেছিলেন। এ সময় কাপড় ইস্ত্রি করতে যান মোসলেমা। আয়রনটি পুরনো ছিল। হঠাৎ করেই বিদ্যুৎস্পৃষ্ট হন তিনি। এ সময় চিৎকার শুনে মেয়ে এবং বাড়ির অন্য নারীরা এগিয়ে এসে তাকে উদ্ধার করে।

খবর পেয়ে বাড়ির পুরুষ সদস্যরা ঈদগা থেকে ছুটে এসে স্থানীয় একটি ক্লিনিকে নিয়ে যান তাকে। সেখানকার কর্তব্যরত চিকিৎসক মোকলেছাকে মৃত ঘোষণা করেন।

আব্দুর রহমান আরমান/এসএস/এমকেএইচ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।