ঈদের নামাজ শেষে বাড়ি ফেরা হলো না বৃদ্ধের

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি নোয়াখালী
প্রকাশিত: ০৬:২৬ পিএম, ১৪ মে ২০২১
ফাইল ছবি

 

নোয়াখালীর সেনবাগে ঈদুল ফিতরের নামাজ শেষে মসজিদ থেকে ফেরার পথে ঈদগাহ মাঠের পাশেই এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। ওই ব্যক্তির নাম মো. আবদুল হক (৭০)।

শুক্রবার (১৪ মে) সকাল ৯টা ২০ মিনিটের দিকে উপজেলার অর্জুনতলা ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের দক্ষিণ গোরকাটা গ্রামের হাজী হারিছ মিয়া জামে মসজিদের ঈদগাহ মাঠে এই ঘটনা ঘটে।

মারা যাওয়া আবদুল হক ৭ নম্বর ওয়ার্ডের দক্ষিণ গোরকাটা গ্রামের লাল হাজী বাড়ির হাফেজ রৌশন আলীর ছেলে। তিনি অর্জুনতলা ইউনিয়নের ৭নম্বর ওয়ার্ড জাতীয় পার্টির সভাপতি ছিলেন।

৫ নম্বর অর্জুনতলা ইউনিয়ন পরিষদ (ইউপি) চেয়ারম্যান আবদুল ওহাব ঘটনার সত্যতা নিশ্চিত করেন।

তিনি জানান, আবদুল হক সকালে ঈদুল ফিতরের নামাজ পড়তে দক্ষিণ গোরকাটা গ্রামের হাজী হারিছ মিয়া জামে মসজিদে যান। নামাজ শেষে বাড়ি ফেরার পথে ঈদগাহ মাঠের পাশেই হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। সন্ধ্যা সাড়ে ৬টার দিকে তাকে পারিবারিক কবরস্থানে দাফন করা হবে।

এসআর/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।